Purba Bardhaman News: ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! আহত চালক সমেত চার বাংলাদেশী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বারাসত থেকে বুদ্ধগয়া যাবার পথে ১৯নং জাতীয় সড়কে গলসির ভারত কাটিং মোড়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি টয়োটো গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারচাকা গাড়ির চারজন যাত্রী ও গাড়ির চালক।
#পূর্ব বর্ধমান : বারাসত থেকে বুদ্ধগয়া যাবার পথে ১৯নং জাতীয় সড়কে গলসির ভারত কাটিং মোড়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি টয়োটো গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারচাকা গাড়ির চারজন যাত্রী ও গাড়ির চালক। দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। অপর আহত ব্যক্তি গাড়ির চালক।
বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে তিন জনের কাঁধের ও পায়ের হাঁড়ে আঘাত লেগেছে। দু’জনের বেশ কিছু জায়গা কেটে গিয়েছে। হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের সকলের চিকিৎসা করা হয়েছে। কয়েক ঘন্টা অবজারভেশন ওয়ার্ডে রাখার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা করতে আসা আহত ব্যক্তিরা জানিয়েছেন, তারা বাংলাদেশের চট্টোগ্রামের বাসিন্দা।
advertisement
আরও পড়ুনঃ মৃতদেহ আটকে দর কষাকষি মর্গে! মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ মৃতের ছেলের
এদিন একটি টয়োটো গাড়ি করে চারজন বারাসত থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন। সেই সময়ে এদের গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে দুর্গাপুরের দিকে থাকে আসা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। ধাক্কার জেরে চালক সহ গাড়িতে থাকা পাঁচ জনেই আহত হন। গলসি থানার পুলিশ তাদের সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। গোটা ঘটনায় তদন্ত করে দেখছে পুলিশ। পথ দূর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সড়ক পথগুলিতে নজরদারি বেড়েছে প্রশাসনের। বাড়ানো হয়েছে ট্রাফিক গার্ডের সংখ্যা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাচারের আগেই আটক ১৩৫ বস্তা গম! গ্রেফতার দুই
তবে তাও কমছে না দূর্ঘটনার সংখ্যা। বর্ধমান জেলার সড়কগুলিতে চরচাকা, বাইক, লরি এই যানবাহনগুলির চলাচলের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেই চলেছে প্রশাসন। তবে অনেক ক্ষেত্রে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ন্ত্রণহীন ভাবেই গাড়ি চালান চালকরা। তার জেরেই হয় এই রকম দূর্ঘটনা। তবে নজরদারিতে খামতি নেই প্রশাসনের। এমনকি জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
November 05, 2022 3:26 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! আহত চালক সমেত চার বাংলাদেশী