এরপর থেকেই খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। থানায় যান স্ত্রী তবে সুরাহা মেলেনি। স্বামীকে খুঁজে পাননি তিনি। এদিন সৌরেন দের স্ত্রী সোনালী দে জানান এই বছর ২৫ অক্টোবর সকালে স্বামী অফিসে জন্য বেড়িয়েছিলেন। প্রতিদিনের মতো। তবে এদিন অফিস থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। ওই দিন রাত ১০টার সময় প্রতিদিনের মতো ফোন করেন তার স্বামীকে তবে ফোনে রিঙ বেজে গেলেও ফোন ধরেন সৌরেন।
advertisement
আরও পড়ুনঃ কন্যাদায়গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দিল মতুয়া সংঘ
একবার ফোন ধরেছিলেন কোনও একজন। তবে তার পর স্বামীর ফোন বন্ধ হয়ে যায়। এরপরই দুশ্চিন্তায় পরেন তিনি। তাই পরদিনই থানায় যান। নিখোঁজের দাইরি করেন। তবে দেখছি দেখছি করে কাটিয়ে দিয়েছে প্রশাসন বলে অভিযোগ সোনালীর। তাই এক প্রকার বাধ্য হয়েই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি বলেই জানান। তার অনুমান স্বামিকে কেউ বা কারা আটকে রেখেছে । সেকথা পুলিশকেও জানান তিনি। কিন্তু তার স্বামীর কনো শত্রুতা নেই বলেও জানান তিনি।
Malobika Biswas