TRENDING:

East Bardhaman News: 'পায়ের তলায় সর্ষে...' শিক্ষিকার অভিনব অভিযান, ২৭ দিনে ঘুরে ফেললেন দেশের ১৭ রাজ্য 

Last Updated:

যাত্রাপথে তিনি পৌঁছেছেন বহু রাজ্যে, দেখা করেছেন নানা প্রান্তের মানুষের সঙ্গে, এবং সকলের কাছে পৌঁছে দিয়েছেন ঐক্য, শান্তি ও ভালবাসার আহ্বান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: আহা! এ যেন অজানা এক পথ। নতুন রূপকথা, পায়ের তলায় সর্ষে। শিক্ষিকার অভিনব অভিযান, স্কুটিতে করেই ১৭ রাজ্য পাড়ি।
advertisement

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রাজারপুর গ্রামের শিক্ষিকা সুতপা দাস যেন আজ নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত। ২৭ দিনে একাই স্কুটি চেপে ঘুরে ফেলেছেন দেশের ১৭টি রাজ্য! পাড়ি দিয়েছেন প্রায় ৬,৪৪১ কিলোমিটার। তবে এই সফরের উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়, দেশের মানুষকে তিনি দিয়েছেন এক গভীর বার্তা “হিংসা নয়, সৌভ্রাতৃত্ব থাকুক সকলের মনে।” নিজের প্রিয় স্কুটিকেই সঙ্গী করে সুতপা দাস যাত্রা শুরু করেছিলেন ভারতের ‘সোনালী চতুর্ভুজ রোড’এ যা যুক্ত করেছে দেশের চার কোণ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

যাত্রাপথে তিনি পৌঁছেছেন বহু রাজ্যে, দেখা করেছেন নানা প্রান্তের মানুষের সঙ্গে, এবং সকলের কাছে পৌঁছে দিয়েছেন ঐক্য, শান্তি ও ভালবাসার আহ্বান। তিনি এই বিষয়ে জানিয়েছেন, “সোনালি চতুর্ভূজ রোড ট্রিপ আমি ২৬ সেপ্টেম্বর শুরু করেছিলাম। উত্তর ভারত হয়ে গিয়েছিলাম এবং মধ্য ভারত, দক্ষিণ ভারত হয়ে বাড়ি ফিরলাম এখন বেশ ভাল লাগছে। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের মধ্যে আমার বিশেষ বার্তাও ছড়িয়ে দিয়েছি।” এর আগেও সমাজ সচেতনতার নানা বার্তা নিয়ে তিনি ছুটে বেড়িয়েছেন দেশজুড়ে। কখনও “সেভ গার্ল চাইল্ড”, কখনও “যুদ্ধ নয়, শান্তি চাই” বার্তা ছড়িয়েছেন সকলের মধ্যে। এই সফরেও তিনি পড়েছেন নানা প্রতিকূল অবস্থায় কখনও তীব্র রোদ, কখনও ঝড়বৃষ্টি, কখনও রাস্তার অনিশ্চয়তা। তবু থামেননি এক মুহূর্তের জন্যও। সুতপা দেবীর কথায়, “মানুষ যদি মানুষকে ভালোবাসতে শেখে, তবেই সত্যিকারের ভারত গড়া সম্ভব।”আগামী দিনে তিনি আরও বড় এক বার্তা নিয়ে নর্থইস্ট ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন নতুন পথে, নতুন স্বপ্ন নিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'পায়ের তলায় সর্ষে...' শিক্ষিকার অভিনব অভিযান, ২৭ দিনে ঘুরে ফেললেন দেশের ১৭ রাজ্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল