advertisement

Knowledge Story: 'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? দুঃসাহসিক রনা ডাকাতের পরিচয় জানুন

Last Updated:

Knowledge Story: রানাঘাট এলাকার নাম ছিল 'ব্রহ্মডাঙ্গা' বা 'ব্যোমডাঙা'। পরে এই রনা ডাকাতের নাম অনুসারে 'রানাঘাট' নাম হয়। রনা ডাকাতের মৃত্যু হলে মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যেই পড়েছিলেন।

+
রাণাঘাটের

রাণাঘাটের নাম আগে কি ছিল জানেন

রাণাঘাট, মৈনাক দেবনাথ: আনুমানিক ৪৮৫ বছর আগে জঙ্গলময় অঞ্চল ছিল চূর্ণী নদীর ধার সেই জঙ্গলে থাকত ডাকাতের দল। কথিত রয়েছে, ডাকাত দলের সর্দার ছিলেন রনা ডাকাত। ডাকাতি করার আগে তিনি মাকালীর পুজো করে বের হতেন। ডাকাতি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। রনা ডাকাতের কালী মা ছিলেন সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী মা সমস্ত মনের ইচ্ছা সিদ্ধ করেন, তাই তার কালী মায়ের নাম দিয়েছিলেন সিদ্ধেশ্বরী মা। পরবর্তী কালে রনা ডাকাত সাধুর সংস্পর্শে এসে তার মানসিক ও স্বভাব পরিবর্তন হয়। ডাকাতি ছেড়ে মায়ের সাধনায় মনোনিবেশ করেন।
জানা যায়, আগে রানাঘাট এলাকার নাম ছিল ‘ব্রহ্মডাঙ্গা’ বা ‘ব্যোমডাঙা’। পরে এই রনা ডাকাতের নাম অনুসারে ‘রানাঘাট’ নাম হয়। রনা ডাকাতের মৃত্যু হলে মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যেই পড়েছিলেন। এরপর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নাদেশ পান, মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। তারপর তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় মন্দিরে। আজও প্রত্যেক দিন পুজো হয়ে আসছে। ভক্তবৃন্দ আসেন প্রতিদিনই, তবে কালীপুজোর দিন ভিড় হয় বেশি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছটপুজোর ঠিক আগেরদিন বাতিল একাধিক রুটের গুরত্বপূর্ণ ট্রেন, সংক্ষিপ্ত রুটে চলবে কয়েকটি, রইল তালিকা
কথিত আছে, রনা ডাকতের সিদ্ধেশ্বরী মাকে এক ইংরেজ সাহেব ছুঁয়ে ফেলাতে মূর্তিটি নদীতে বিসর্জন দিয়ে কষ্টি পাথরের মূর্তিতে সিদ্ধেশ্বরী মা প্রতিষ্ঠা করে পুজো হয়ে আসছে। মায়ের করুণা ও আশীর্বাদ পেতে শুধু রানাঘাট নয়, আশেপাশের থেকে বিভিন্ন রাজ্য দেশে বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও পুজো দেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: 'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? দুঃসাহসিক রনা ডাকাতের পরিচয় জানুন
Next Article
advertisement
Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
  • বুধবার দিল্লিতে মমতা- অভিষেক৷

  • সকালে রওনা দেবেন অভিষেক, বিকেলে মমতা৷

  • সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement