Purba Bardhaman News: কন্যাদায়গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দিল মতুয়া সংঘ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মেমারী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম শর্মা। পেশায় তিনি কাঠমিস্ত্রি । সম্প্রতি তার বিবাহ যোগ্য কন্যার বিয়ের দিনক্ষণ স্থির হয়েছে । এরইমধ্যে তিনি মেমারী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের সদস্য কৃষ্ণপদ বিশ্বাসের দারস্থ হন ।
#পূর্ব বর্ধমান : মেমারী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম শর্মা। পেশায় তিনি কাঠমিস্ত্রি । সম্প্রতি তার বিবাহ যোগ্য কন্যার বিয়ের দিনক্ষণ স্থির হয়েছে । এরইমধ্যে তিনি মেমারী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের সদস্য কৃষ্ণপদ বিশ্বাসের দারস্থ হন । এর কৃষ্ণপদ বিশ্বাস বিষয়টি সংস্থার সদস্যদের জানান। আলোচনা হয় সংযের সদস্যদের মধ্যে । এরপর মেমারীর পারিজানগর সংলগ্ন গুরুচাঁদপল্লীতে কন্যাদায় গ্রস্থ পিতা উত্তম শর্মার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল সংঘের পক্ষ থেকে।
এদিন সংস্থার পক্ষ থেকে কন্যাদায় গ্রস্থ পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের কোষাধ্যক্ষ মনিমোহন মন্ডল। শুধুই এই কন্যা দায়গ্রস্ত পিতার হাতে যে টাকা তুলে দিয়েছে সংস্থা তা নয়। এর আগেও সংস্থা পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় পরিবারের ছেলেমেয়েদের বিনা পয়সায় শিক্ষা দান করা, পঠন-পাঠনের যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়েছে । পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসার জন্য একাধিক বার আর্থিক সহায়তা প্রদান করেছে ।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু কালনা গেটের টানেল সংস্কারের কাজ শুরু
তবে এদিনের এই কর্ম উদ্যোগের ফের নতুন করে হরিগুরুচাঁদ মতুয়া সেবা সংঘ এক দৃষ্টান্ত স্থাপন করল। কন্যা দায়গ্রস্ত পিতা উত্তম শর্মা বলেন, মেয়ের বিয়ে দিন স্থির হওয়ার পর তিনি যোগাযোগ করেন কৃষ্ণপদ বিশ্বাসের সঙ্গে। এরপর সেই মতো মতুয়া সেবা সংঘের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য করা হল । এই সাহায্য পেয়ে তিনি খুশি।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 22, 2022 4:57 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কন্যাদায়গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দিল মতুয়া সংঘ