New Business Idea: শীতে লিজ নিয়ে বসন্তে দ্বিগুণ রোজগার! ফুল-ফল বিক্রিতে মালামাল, আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা

Last Updated:
New Business Idea: মাঝারি আকৃতির একটি গাছ বিক্রি হয় প্রায় হাজার থেকে দেড় হাজার টাকায়। সেই গাছ থেকেই দু’ থেকে আড়াই হাজার টাকার ফল উৎপাদন সম্ভব। ফলে প্রতি গাছেই ভাল লাভের সুযোগ তৈরি হচ্ছে।
1/6
*বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া গ্রামাঞ্চলে এখন এক নতুন সবুজ বিপ্লবের চিত্র দেখা যাচ্ছে। রাস্তার ধার, পুকুরপাড় কিংবা পতিত জমির ধারে স্থানীয় মানুষ ব্যাপক হারে রোপন করছেন সজনে গাছ। একসময় গৃহস্থালির ব্যবহারের জন্য সীমিত সংখ্যক গাছ দেখা গেলেও বর্তমানে তার বাণিজ্যিক চাষে ঝুঁকছেন অনেকেই।
*বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া গ্রামাঞ্চলে এখন এক নতুন সবুজ বিপ্লবের চিত্র দেখা যাচ্ছে। রাস্তার ধার, পুকুরপাড় কিংবা পতিত জমির ধারে স্থানীয় মানুষ ব্যাপক হারে রোপন করছেন সজনে গাছ। একসময় গৃহস্থালির ব্যবহারের জন্য সীমিত সংখ্যক গাছ দেখা গেলেও বর্তমানে তার বাণিজ্যিক চাষে ঝুঁকছেন অনেকেই।
advertisement
2/6
*এই গাছ থেকে পাওয়া যায় পুষ্টিকর সজনে পাতা, ফুল ও ডাঁটা। তবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা সজনে ফলের। বসন্তের শুরুতেই এই গাছ ফুল ও ফল দিতে শুরু করে, ফলে বছরের শুরুতেই ব্যবসার রাস্তা খুলে যায় স্থানীয়দের জন্য।
*এই গাছ থেকে পাওয়া যায় পুষ্টিকর সজনে পাতা, ফুল ও ডাঁটা। তবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা সজনে ফলের। বসন্তের শুরুতেই এই গাছ ফুল ও ফল দিতে শুরু করে, ফলে বছরের শুরুতেই ব্যবসার রাস্তা খুলে যায় স্থানীয়দের জন্য।
advertisement
3/6
*গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে এই সজনে গাছ। স্থানীয় চাষিরা জানান, মাঝারি আকৃতির একটি গাছ বিক্রি হয় প্রায় হাজার থেকে দেড় হাজার টাকায়। সেই গাছ থেকেই ২০০০-২৫০০ টাকার ফল উৎপাদন সম্ভব। ফলে প্রতি গাছেই ভাল লাভের সুযোগ তৈরি হচ্ছে।
*গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে এই সজনে গাছ। স্থানীয় চাষিরা জানান, মাঝারি আকৃতির একটি গাছ বিক্রি হয় প্রায় হাজার থেকে দেড় হাজার টাকায়। সেই গাছ থেকেই ২০০০-২৫০০ টাকার ফল উৎপাদন সম্ভব। ফলে প্রতি গাছেই ভাল লাভের সুযোগ তৈরি হচ্ছে।
advertisement
4/6
*এছাড়াও, অনেক ব্যবসায়ী আগেভাগেই চাষীদের কাছ থেকে গাছ লিজ নিয়ে নেন। মৌসুম শুরু হওয়ার আগেই তারা নির্দিষ্ট মূল্যে গাছ কিনে নেন এবং পরবর্তী সময়ে সেখান থেকে ডাঁটা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে চাষী ও ব্যবসায়ী উভয়েই লাভবান হন।
*এছাড়াও, অনেক ব্যবসায়ী আগেভাগেই চাষীদের কাছ থেকে গাছ লিজ নিয়ে নেন। মৌসুম শুরু হওয়ার আগেই তারা নির্দিষ্ট মূল্যে গাছ কিনে নেন এবং পরবর্তী সময়ে সেখান থেকে ডাঁটা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে চাষী ও ব্যবসায়ী উভয়েই লাভবান হন।
advertisement
5/6
*বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া, সন্দেশখালি প্রভৃতি এলাকায় এখন সজনের এই ব্যবসা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এখানকার ফল কলকাতা মহানগর ছাড়াও রাজ্যের বাইরে— এমনকি অন্যান্য রাজ্যেও পাঠানো হচ্ছে। ফলে এই অঞ্চলের সজনে ব্যবসা গ্রামীণ জীবনে এক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
*বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া, সন্দেশখালি প্রভৃতি এলাকায় এখন সজনের এই ব্যবসা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এখানকার ফল কলকাতা মহানগর ছাড়াও রাজ্যের বাইরে— এমনকি অন্যান্য রাজ্যেও পাঠানো হচ্ছে। ফলে এই অঞ্চলের সজনে ব্যবসা গ্রামীণ জীবনে এক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
advertisement
6/6
*বিশেষজ্ঞদের মতে, খুব অল্প খরচে এবং কম পরিশ্রমে সজনে চাষ করা যায়। পাশাপাশি গাছটি পরিবেশবান্ধব ও ছায়াদানকারী হওয়ায় রাস্তার ধারেও রোপণ উপযোগী। তাই স্বল্প বিনিয়োগে বড় মুনাফার এই সজনে চাষ আগামী দিনে সুন্দরবন উপকূলের মানুষের কাছে হয়ে উঠতে পারে এক লাভজনক ব্যবসার দিশা।
*বিশেষজ্ঞদের মতে, খুব অল্প খরচে এবং কম পরিশ্রমে সজনে চাষ করা যায়। পাশাপাশি গাছটি পরিবেশবান্ধব ও ছায়াদানকারী হওয়ায় রাস্তার ধারেও রোপণ উপযোগী। তাই স্বল্প বিনিয়োগে বড় মুনাফার এই সজনে চাষ আগামী দিনে সুন্দরবন উপকূলের মানুষের কাছে হয়ে উঠতে পারে এক লাভজনক ব্যবসার দিশা।
advertisement
advertisement
advertisement