ব্যথার জ্বালায় তছনছ করছে এলাকা। গতকাল রাত ১১টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয় গুদামডবাড়ি এলাকায়। হাতিটির চলতে অসুবিধা হচ্ছিল বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা টর্চ দিয়ে দেখেন হাতিটির সামনের এবং পেছনের পায়ে আঘাত রয়েছে। হাতিটি কীভাবে আহত হল এই নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: হোলির আগে মাইক হাতে জঙ্গলে টহল বনকর্মীদের! কি এমন ঘটল আলিপুরদুয়ারে
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসিন্দারা জানান, আহত হাতিটি প্রায় গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে। চিল চিৎকার জুড়েছে। এরপর ঘটনা স্থলে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা এসে পৌঁছায় এবং হাতিটিকে গ্রামের বাইরে বের করার চেষ্টা চালাচ্ছে। ট্রাঙ্কুলাইজ টিম রয়েছে। হাতিটি বনে গেলেই সেটিকে অজ্ঞান করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 13, 2025 5:02 PM IST






