এলাকার বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ধাদলপাড়া এলাকার তিন নাবালিকা ও এক নাবালক চারজনে মিলে খেলার ছলে কাগজের তৈরি কালী প্রতিমা তৈরি করে পুজো করে। পুজোর পর কাগজের প্রতিমা আত্রেয়ী নদীতে বিসর্জন দিতে যায়। ভেবেছিল একবারে স্নান সেরে বাড়ি ফিরবে। তবে ঘটনাচক্রে নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়েই চারজন শিশুই জলে তলিয়ে যায়। যার মধ্যে তিনজন শিশু কন্যা।
advertisement
এরপরেই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগালে কোনও মতে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে। বাকি দুই নাবালিকা জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে নদীতে ডুবুরি নামিয়ে স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের বরাহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহদুটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সুস্মিতা গোস্বামী