ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের হাতে নিজের হাতে তৈরি জিনিস তুলে দিলে মন্দ হয় না। কিন্তু, প্রতিবারই তো একগাদা খরচ করে দোকান থেকে চকোলেট কিনে আনেন, কিংবা আনেন ফুলের তোড়া। এবার না হয় একটু সময় বের করে আর সামান্য পরিশ্রম করে বানিয়ে নিন চকোলেট বোকে। খুব সামান্য উপকরণেই বাড়িতে বানানো যায় এই চকোলেট বোকে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর ছিনতাই, সিনেমার কায়দায় চোখের নিমেষে লক্ষ লক্ষ টাকা উধাও! মাথায় হাত ব্যবসায়ীর
ভালবাসার দিন কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে দিতে পারেন চকোলেট বোকে অর্থাৎ চকোলেটের তোড়া। ভ্যালেন্টাইন্স ডে কে আরও মিষ্টি করতে, আপনি নিজেই চকলেটের তোড়া তৈরি করতে পারেন। এতে আপনি আপনার সঙ্গীও বিভিন্ন স্বাদের চকলেট চেখে দেখতে পারবেন। একটি প্রেম বার্তা-সহ এই তোড়া দিন সঙ্গীকে।
আরও পড়ুন: রাত নামলেই বদলাচ্ছে পরিবেশ! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে, আতঙ্কে এলাকাবাসী
শিলিগুড়ির বাসিন্দা সুমন হাজরা বলেন, ” ভালবাসার দিনে ভালবাসার সঙ্গীকে ফুলের তোড়ার মতোই চকোলেটের তোড়া বানিয়ে দিলে দারুন হবে! এটি পুরোটাই চকোলেট দিয়ে তৈরি, নয় তো ফুলের মাঝখানে অনেকগুলো চকোলেট বসানো! ডিজাইন কেমন হবে, তা নির্ভর করছে বাজেটের উপর।”
অনির্বাণ রায়