Snatching: ভয়ঙ্কর ছিনতাই, সিনেমার কায়দায় চোখের নিমেষে লক্ষ লক্ষ টাকা উধাও! মাথায় হাত ব্যবসায়ীর
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Snatching: চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে টাকা নিয়ে উধাও দুস্কৃতিরা। টাকা ব্যাঙ্কে জমা নিতে গিয়েই ভয়ঙ্কর কাণ্ড।
দুর্গাপুর: রাস্তা বদলেও হল না কোনও লাভ। হল না শেষ রক্ষা। আগলে রাখতে পারলেন না টাকা। নিজের টাকা সুরক্ষিত রাখতে ভালই পরিকল্পনা করেছিলেন ব্যবসায়ী। পরিকল্পনা মতই চলত কাজ। কিন্তু তাতেও হঠাৎ ছন্দপতন। সাবধানতার অভাবে খোয়ালেন লক্ষ লক্ষ টাকা। কয়েক মিনিটের ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। অন্যদিকে, পাণ্ডবেশ্বরের আরও এক ব্যবসায়ীর একই পরিণতি, দেখে চমকে যাচ্ছেন সকলেই।
উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী। এলাকায় মদ ব্যবসায়ী বলে পরিচিত তিনি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন করেন তিনি। দিনের শেষে সেই টাকা গচ্ছিত রেখে আসেন ব্যাঙ্কে। কারণ সেখানেই সুরক্ষিত থাকে টাকা। যেহেতু প্রতিদিন বহু টাকা নিয়ে তিনি যাতায়াত করেন, সেজন্য ব্যাংকে যান ভিন্ন ভিন্ন রাস্তায়।
advertisement
advertisement
সোমবারও তেমনটাই করছিলেন। টাকার ব্যাগ নিয়ে রওনা দিয়েছিলেন ব্যাঙ্কের দিকে। অভ্যাস মত ধরেছিলেন অন্য রাস্তা। কিন্তু হঠাৎ এসে তাঁর পথ আটকায় তিনজন। তারপর ফিল্মি কায়দায় চোখে ছুঁড়ে দেয় লঙ্কার গুঁড়ো। ব্যাস! তারপর বেশ কিছুক্ষন আর কিছু বুঝতে পারেননি ওই ব্যবসায়ী।
আরও পড়ুন: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কেউ আক্রমণ করলে কী ভাবে বাঁচাবেন নিজেকে? জেনে নিন সহজ কিছু টেকনিক
advertisement
ব্যবসায়ী বলছেন, এদিন তাঁর কাছে ছিল ৪ লক্ষ ৬৫ হাজার টাকা। সেই টাকা নিয়ে তিনি উখড়ার একটি ব্যাঙ্কে যাচ্ছিলেন জমা দিতে। অন্য একটি রাস্তা নিয়েছিলেন তিনি। এরপর অন্ডাল থানার অন্তর্গত বাজপেয়ী মোড় হয়ে তিনি ব্যাংকের রাস্তা ধরেছিলেন। কিন্তু সেই রাস্তা ধরে কিছুটা এগোতেই সামনে ধেয়ে আসে বিপদ। যখন একটু ধাতস্থ হন, তখন বুঝতে পারেন তাঁর সঙ্গে থাকা টাকা আর তাঁর কাছে নেই।
advertisement
ব্যবসায়ীর অভিযোগ, সঙ্গে অনেক টাকা থাকার জন্য তিনি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করেন। কিন্তু এদিন সম্ভবত দুষ্কৃতীরা দোকান থেকেই তাঁর উপর নজর রাখছিল। এরপর বাজপেয়ী মোড় থেকে একটি গলির ভেতরে ঢুকতেই বাইক নিয়ে তিন জন তার পথ আটকায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছুঁড়ে দেওয়া হয় প্রচুর পরিমাণ লঙ্কার গুঁড়ো।
এই সুযোগে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমত চমকে গিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এত সাবধানতার পরেও লাভ হল না বলেই মনে করছেন অনেকে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Snatching: ভয়ঙ্কর ছিনতাই, সিনেমার কায়দায় চোখের নিমেষে লক্ষ লক্ষ টাকা উধাও! মাথায় হাত ব্যবসায়ীর