North 24 Parganas News: রাত নামলেই বদলাচ্ছে পরিবেশ! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে, আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

North 24 Parganas News: শান্ত পাড়ার হঠাৎই বদলেছে পরিবেশ। রাত নামলেই বহিরাগতদের তাণ্ডব বাড়ছে পাড়ায়, গভীর রাত পর্যন্ত চলছে তারস্বরে চিৎকার গান হইহুল্লোর। ভাড়াটিয়াদের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ শ্যামনগর মন্ডল পাড়ার মনসাতলার বাসিন্দারা।

অশান্ত এলাকা
অশান্ত এলাকা
উত্তর ২৪ পরগনা: শান্ত পাড়ার হঠাৎই বদলেছে পরিবেশ। রাত নামলেই বহিরাগতদের তাণ্ডব বাড়ছে পাড়ায়, গভীর রাত পর্যন্ত চলছে তারস্বরে চিৎকার গান হইহুল্লোর। ভাড়াটিয়াদের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ শ্যামনগর মন্ডল পাড়ার মনসাতলার বাসিন্দারা। বাধ্য হয়ে জগদ্দল থানার দারস্থ হয়েছেন এলাকাবাসীরা।
জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর মন্ডলপাড়া মনসাতলার বাসিন্দা সুদীপ ঘোষ কর্মসূত্রে বাইরে থাকায়, তাঁর বাড়ির উপর এবং নীচের তলা ভাড়া দিয়েছেন দুই পরিবারকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগত পুরুষ ও মহিলারা ভিড় জমাচ্ছেন। এমনকি মদ্যপ অবস্থায় গালিগালাজ ও নাচগান চিৎকার চেঁচামেচিও চলছে।
advertisement
advertisement
রীতিমতো অতিষ্ঠ হয়ে, স্থানীয়রাই ঘটনার প্রতিবাদ করে। এরপর এদিন, ঘটনার প্রতিবাদ করায় ভাড়াটিয়ারা বহিরাগতদের সঙ্গে নিয়ে এক স্থানীয় বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার বলেন, “শুনেছি গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা হচ্ছে। এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি অবিলম্বে বিষয়টি প্রশাসন হস্তক্ষেপ করে পুনরায় এলাকায় ফেরাক শান্তি।”
advertisement
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাত নামলেই বদলাচ্ছে পরিবেশ! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে, আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement