Higher Secondary 2024: এইসব টিপস মাথায় রাখলেই উচ্চ মাধ্যমিকে মিলবে দারুণ নম্বর! জানুন বিস্তারিত
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে পরীক্ষায়। কী কী নিয়ম জেনে নিন বিস্তারিত।
পশ্চিম মেদিনীপুর: আর কয়েকদিন পর উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। তবে বাইরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সকলেই বেশ চিন্তায় থাকে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে বেশ কিছু নিয়ম মানতে হয় পরীক্ষার্থীদের। তবেই পরীক্ষায় মেলে একশোতে একশো।
পরীক্ষার খাতায় অতি অবশ্যই এই নিয়ম গুলি মানতে হবে ছাত্রছাত্রীদের। পরীক্ষার খুঁটিনাটি নানা বিষয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট শিক্ষক স্বপন ঘোষ। উচ্চমাধ্যমিক নিয়ে কী জানালেন, দেখে নিন।
advertisement
ছাত্রজীবনের বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক দিতে গিয়ে নানা সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। তবে পরীক্ষাকেন্দ্রে গিয়ে কয়েকটি সহজ নিয়ম মানতে হবে পড়ুয়াদের।
advertisement
নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। যেহেতু বাইরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে হবে, তাই একটু আগেই বেরোতে হবে পড়ুয়াদের।
হাতে কিছুটা সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। সঠিক সিট নম্বর দেখে বসতে হবে।
advertisement
প্রশ্নপত্র পেয়ে আগে খুঁটিয়ে প্রশ্ন পড়ে নিতে হবে। ১৫ মিনিট আগে প্রশ্ন পাওয়ার পর জানা প্রশ্নে আগে টিক মার্ক দিয়ে রাখলে দ্রুততার সঙ্গে সেরে নেওয়া সম্ভব হবে।
এরপর পরীক্ষার খাতা পাওয়ার পর, নিজের নাম রোল নং, রেজিস্ট্রেশন নং সঠিকভাবে লিখতে হবে। এরপর উত্তরপত্রে লেখার সময় প্রশ্ন দেখে লিখতে হবে।
advertisement
পরিষ্কার, পরিচ্ছন্নভাবে লিখতে হবে উত্তরপত্রে।
নির্দিষ্ট তথ্য অতি অবশ্যই ঠিকভাবে লিখতে হবে।
তারপর লেখা শেষে হাতে কিছুটা সময় রাখতে হবে মেলানোর জন্য।
এই সব সামান্য কিছু নিয়ম মানলেই পরীক্ষায় ভাল ফল পাওয়া যাবে।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2024 11:41 PM IST








