নিষিদ্ধ মাদক পাচার করতে এবার পাচারকারীরা বেছে নিয়েছে রেলপথ। তারই প্রমাণ মিলল মালদহ টাউন স্টেশনে। সড়কপথে বারবার পুলিশি জালে ধরা পড়ছে মাদকসহ পাচারকারীরা। তাই এবার অভিনব কায়দায় রেলপথ বেছে নিয়েছে পাচারকারীরা। তাতেও রেহাই নেই।
মালদহ জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ল এক দল পাচারকারী। সঙ্গে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক ফেনসিডিল। দূরপাল্লার ট্রেনে ভিআইপি ব্যাগে করে পাচারের চেষ্টা ফেনসিডিল।
advertisement
আরও পড়ুন- শান্তিপুরে ৫২ হাত লম্বা কালী প্রতিমার পুজো উপলক্ষে ভিড় পুণ্যার্থীদের
জিআরপি থানার পুলিশের তল্লাশিতে উদ্ধার পাঁচ ব্যাগ ফেনসিডি। এই ঘটনায় রীতিমতো চক্ষু চরক গাছ হয়েছে পুলিশের। কারণ পাচারকারীরা ভিআইপির ট্রলি ব্যাগে করে ফেনসিডিল গুলি নিয়ে যাচ্ছিল।
মালদহ জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ মাদকগুলি। তার আগেই জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ল মাদক পাচারের বিরাট চক্র। বাংলাদেশ পাচারের আগেই প্রায় ৯০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ।
ঘটনায় পুলিশ আটক করেছে তিনজন বিহারের বাসিন্দাকে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের নাম জানায়নি।গোপন সূত্রে খবর পেয়ে এদিন মালদা জিআরপি থানার পুলিশ মালদহ টাউন স্টেশনের প্লাটফর্মে তল্লাশি অভিযান চালায়। সেই সময় এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনক কয়েকটি ট্রলি ব্যাগ দেখতে পায়।
ট্রলি ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। পাঁচটি ট্রলি ব্যাগ এর মধ্যে প্রায় ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে যে গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ ৯০ হাজার টাকা।
মালদহ জিআরপি থানার আইসি প্রশান্ত রায় বলেন, দিল্লি থেকে এসেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ টাউন স্টেশনে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ফেনসিডিল। বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন- মাত্র ১০ টাকায় পাবেন জিভে জল আনা ৩ রকমের খাবার, সন্ধে হলেই ভিড় জমে এই দোকানে
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা, ফেনসিডিল গুলি দিল্লি থেকে মালদহে নিয়ে আসে। মালদহ টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। মালদহ থেকে ট্রেনে তারা বালুরঘাট যেত।তারপর সেখান থেকে হিলি সীমান্ত দিয়ে ফেনসিডি গুলি পাচারের ছক কষে ছিল পাচারকারীরা।
তার আগেই পুলিশি অভিযানে উদ্ধার হয় ফেনসিডিল সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত তিন বিহারের বাসিন্দা। জিআরপি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হরষিত সিংহ