Food: মাত্র ১০ টাকায় পাবেন জিভে জল আনা ৩ রকমের খাবার, সন্ধে হলেই ভিড় জমে এই দোকানে, কোথায় জানেন?

Last Updated:
Food: মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম।
1/6
বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম।
বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম।
advertisement
2/6
গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এখানে ১০ টাকা খরচে আপনার বিকেলের খাবার
গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এখানে ১০ টাকা খরচে আপনার বিকেলের খাবার "ডান"!
advertisement
3/6
মাত্র ৫ টাকার গরম গরম রসগোল্লা সঙ্গে মাত্র ২ টাকার তেলে ভাজা বেগুনি। অবশেষে মাত্র ৩ টাকার চা পান করে সম্পূর্ণ করুন আপনার বিকেলের
মাত্র ৫ টাকার গরম গরম রসগোল্লা সঙ্গে মাত্র ২ টাকার তেলে ভাজা বেগুনি। অবশেষে মাত্র ৩ টাকার চা পান করে সম্পূর্ণ করুন আপনার বিকেলের "স্ন্যাকস"।
advertisement
4/6
দোকানের মালিক ষষ্ঠীপদ দত্ত জানান,
দোকানের মালিক ষষ্ঠীপদ দত্ত জানান, "আট বছর হল দোকানটা খুলেছি। ৫ টাকার রসগোল্লা, ৬ টাকার গুড়ের রসগোল্লা। আমার দোকানে পাঁচ টাকার মিষ্টিরই চল বেশি। তাছাড়াও ২ টাকার "বেগুনি" বিক্রি করি, বেগুনের বেগুনি।"
advertisement
5/6
বর্তমানে দিনে বাঁকুড়ার বেশিরভাগ মিষ্টির দোকানে ৫ টাকার রসগোল্লার চল নেই। গরম গরম দুটো পাঁচ টাকার রসগোল্লা খেলে সাময়িক পেট এবং মন দুই ভরে যায়।
বর্তমানে দিনে বাঁকুড়ার বেশিরভাগ মিষ্টির দোকানে ৫ টাকার রসগোল্লার চল নেই। গরম গরম দুটো পাঁচ টাকার রসগোল্লা খেলে সাময়িক পেট এবং মন দুই ভরে যায়।
advertisement
6/6
রসগোল্লা খেতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান,
রসগোল্লা খেতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, " বাঁকুড়ার আর অন্য কোথাও মাত্র পাঁচ টাকার রসগোল্লা পাওয়া যায়না।"
advertisement
advertisement
advertisement