ত্রিদেশীয় যুব মিলন উৎসবে অংশগ্রহণ করেছেন নেপাল, ভুটান এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজন এবং ছাত্রছাত্রীরা। এই যুব মিলন উৎসবের উদ্দেশ্য সারাদিনব্যাপী বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া প্রতিযোগীদের। সন্ধ্যাবেলায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা, পুরুলিয়া সহ বিভিন্ন এলাকার শিল্পীরা এসেছেন এই যুব মিলন উৎসবে। পুরুলিয়ার ছৌ নৃত্য থেকে শুরু করে আবৃত্তি গান নাচে জমে উঠেছে এই অনুষ্ঠান। অসমের বিহু নৃত্য ও পুরুলিয়ার শিল্পীদের নৃত্য দেখতে বেশি ভিড় জমছে স্কুল প্রাঙ্গনে।এই নৃত্য সামনাসামনি দেখার খুব একটা সুযোগ এলাকাবাসীরা পান না বলে জানা যায়।
advertisement
আরও পড়ুন: বড়দিনের কেকে মান্ধাতার আমল শেষ! এবার ডিমান্ড বাড়ছে নতুন নতুন থিম কেকের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসব প্রসঙ্গে উপাচার্য নিখিলেশ রায় জানান, “এই উৎসবের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী নয়, প্রতিটি প্রতিযোগীকে দিনের বেলায় শরীরশিক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সুস্থ সমাজ গড়ে তোলার প্রয়াস চালানো হচ্ছে।”
Annanya Dey





