উদ্ধার লেপার্ডের দেহ
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে বেরিয়ে এসে নালায় লেপার্ডের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগানের সহকারী ম্যানেজারকে। সহকারী ম্যানেজারের বাংলো সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হয় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
বন দফতর সূত্রে জানা গেছে, লেপার্ডটি প্রায় মধ্যবয়সী। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো কোথাও সংঘর্ষে জড়িয়ে আহত হয়ে নালায় পড়ে মারা গেছে লেপার্ডটি। রেঞ্জ অফিসার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, আশেপাশে আরও লেপার্ড থাকতে পারে। বনকর্মীরা স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন এবং চা বাগান এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। লেপার্ডের এই মৃত্যুতে একদিকে যেমন রহস্য তৈরি হয়েছে, অন্যদিকে আবার মানুষের সহাবস্থানের প্রশ্নও নতুন করে উঠে এসেছে গয়েরকাটায়!






