TRENDING:

Travel Destination: ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন! ছুটির আমেজে ঘুরে আসুন কোচবিহার রাজবাড়ি

Last Updated:

Travel Destination: কোচবিহার রাজবাড়ি হলো কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তু পর্যটকদের জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের রাজ আমলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন কোচবিহার রাজবাড়ি। রাজবাড়ি হল কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তু পর্যটকদের জন্য। নতুন বছরে একটি সুন্দর উইকএন্ড ছুটি কাটাতে ঘুরতে আসতেই পারেন এই রাজবাড়িতে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ১৮৮৭ খ্রীষ্টাব্দে এই কোচবিহার রাজবাড়ি স্থাপন করেন। এই রাজবাড়ি ইরোপীয় স্থাপত্যশৈলীর ভাবাদর্শে রূপায়িত করা হয়েছে।
advertisement

একটা সময় এই রাজবাড়ি ত্রিতল বিশিষ্ট থাকলেও ভূমিকপের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার পর এটি দ্বিতল হয়ে রয়ে গিয়েছে। এই সম্পূর্ণ রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে হলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়।

এখানে প্রবেশের অফলাইনে টিকিটের বর্তমান মূল্য জন প্রতি ২৫ টাকা। এবং অনলাইনে টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা। রাজবাড়ির ভিতরে রয়েছে একটি সংগ্রহশালা। রাজাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। সংগ্রহশালার মধ্যে পর্যটকেরা দেখতে পারবেন রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এবং সেই সময়ের বিভিন্ন জিনিস। রাজবাড়ি ভেতরের বিভিন্ন ঘর গুলিকে বর্তমানে এই মিউজিয়ামের জন্য ব্যবহার করা হচ্ছে। ঘর গুলির মধ্যে রাজ আমলের বিভিন্ন নকশা তৈরি করা রয়েছে।

advertisement

যেগুলি জেলার মানুষেরাই শুধু নয়, পাশাপাশি জেলার বাইরের যেকোন পর্যটকদের মন খুব সহজেই আকর্ষণ করে থাকে। নতুন বছরের শুরুতে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে রাজবাড়িকে। রাজবাড়ির বাগান পরিষ্কার করে লাগানো হয়েছে আকর্ষণীয় ফুলের সমস্ত গাছ।

View More

আরও পড়়ুন, রাজ্যে আপাতত বন্ধ রেজিস্ট্রি বিয়ে, নতুন আবেদনও করা যাবে না! কতদিন বন্ধ পরিষেবা?

advertisement

আরও পড়ুন,বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি

নতুন বছরে রাজবাড়িতে ঘুরতে আসা তিন পর্যটক সঞ্জয় সাহা, এনসার আলি, অপর্ণা চক্রবর্তী জানান,” রাজবাড়ির সামনে রয়েছে বিশাল বড় বাগান। এই বাগানে বসে যেকোন মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। সঙ্গে তুলতে পারবেন আকর্ষণীয় দারুণ দারুণ সমস্ত সেলফি। যা সোশ্যাল মিডিয়ায় বেশ নজর আকর্ষণ করবে সকলকে। নতুন বছরের শুরুতে ছুটির আমেজে যেকোন মানুষের এই রাজবাড়ি ঘুরতে আসলে ভাল লাগবে নিশ্চিত।”

advertisement

নতুন বছরে পরিবারের সাথে ঘুরতে আসতে চাইলে আপনার প্ল্যান লিস্টে অবশ্যই রাখতেই পারেন এই ঐতিহ্যবাহী রাজবাড়িকে। ছোট থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসার জায়গা কোচবিহার রাজবাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে মালদহ মেডিক্যালে চালু হচ্ছে রোগীর পরিজনদের রাত্রি নিবাস ভবন
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Travel Destination: ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন! ছুটির আমেজে ঘুরে আসুন কোচবিহার রাজবাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল