একটা সময় এই রাজবাড়ি ত্রিতল বিশিষ্ট থাকলেও ভূমিকপের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার পর এটি দ্বিতল হয়ে রয়ে গিয়েছে। এই সম্পূর্ণ রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে হলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়।
এখানে প্রবেশের অফলাইনে টিকিটের বর্তমান মূল্য জন প্রতি ২৫ টাকা। এবং অনলাইনে টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা। রাজবাড়ির ভিতরে রয়েছে একটি সংগ্রহশালা। রাজাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। সংগ্রহশালার মধ্যে পর্যটকেরা দেখতে পারবেন রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এবং সেই সময়ের বিভিন্ন জিনিস। রাজবাড়ি ভেতরের বিভিন্ন ঘর গুলিকে বর্তমানে এই মিউজিয়ামের জন্য ব্যবহার করা হচ্ছে। ঘর গুলির মধ্যে রাজ আমলের বিভিন্ন নকশা তৈরি করা রয়েছে।
advertisement
যেগুলি জেলার মানুষেরাই শুধু নয়, পাশাপাশি জেলার বাইরের যেকোন পর্যটকদের মন খুব সহজেই আকর্ষণ করে থাকে। নতুন বছরের শুরুতে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে রাজবাড়িকে। রাজবাড়ির বাগান পরিষ্কার করে লাগানো হয়েছে আকর্ষণীয় ফুলের সমস্ত গাছ।
আরও পড়়ুন, রাজ্যে আপাতত বন্ধ রেজিস্ট্রি বিয়ে, নতুন আবেদনও করা যাবে না! কতদিন বন্ধ পরিষেবা?
আরও পড়ুন,বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি
নতুন বছরে রাজবাড়িতে ঘুরতে আসা তিন পর্যটক সঞ্জয় সাহা, এনসার আলি, অপর্ণা চক্রবর্তী জানান,” রাজবাড়ির সামনে রয়েছে বিশাল বড় বাগান। এই বাগানে বসে যেকোন মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। সঙ্গে তুলতে পারবেন আকর্ষণীয় দারুণ দারুণ সমস্ত সেলফি। যা সোশ্যাল মিডিয়ায় বেশ নজর আকর্ষণ করবে সকলকে। নতুন বছরের শুরুতে ছুটির আমেজে যেকোন মানুষের এই রাজবাড়ি ঘুরতে আসলে ভাল লাগবে নিশ্চিত।”
নতুন বছরে পরিবারের সাথে ঘুরতে আসতে চাইলে আপনার প্ল্যান লিস্টে অবশ্যই রাখতেই পারেন এই ঐতিহ্যবাহী রাজবাড়িকে। ছোট থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসার জায়গা কোচবিহার রাজবাড়ি।
Sarthak Pandit





