বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি

Last Updated:

ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷

ফের অশান্ত মণিপুর৷ ছবি- ফাইল, পিটিআই
ফের অশান্ত মণিপুর৷ ছবি- ফাইল, পিটিআই
ইম্ফল: বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর৷ নির্বিচারে গুলি করে চার জন নিরীহ মানুষকে হত্যা করল একদল দুষ্কৃতী৷ এই ঘটনার জেরে ফের একবার রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে৷
এ দিন ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়৷ জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় একদল দুষ্ক্তী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের থেকে তোলা আদায় করার চেষ্টা করে৷ তখনই নির্বিচারে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
advertisement
advertisement
ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি৷ ঘটনার পরই শাসক দলের সব মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷
এই হত্যাকাণ্ডের পরই থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন৷ ২০২৩ সালের শুরু থেকেই দীর্ঘ সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল মণিপুর৷ সংঘর্ষে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement