বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷
ইম্ফল: বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর৷ নির্বিচারে গুলি করে চার জন নিরীহ মানুষকে হত্যা করল একদল দুষ্কৃতী৷ এই ঘটনার জেরে ফের একবার রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে৷
এ দিন ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়৷ জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় একদল দুষ্ক্তী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের থেকে তোলা আদায় করার চেষ্টা করে৷ তখনই নির্বিচারে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
advertisement
advertisement
ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি৷ ঘটনার পরই শাসক দলের সব মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷
এই হত্যাকাণ্ডের পরই থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন৷ ২০২৩ সালের শুরু থেকেই দীর্ঘ সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল মণিপুর৷ সংঘর্ষে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 10:40 PM IST