Abhishek Banerjee: কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক, বেরোলেন দু' ঘণ্টা পর! সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তৃণমূলে নেতৃত্বের রাশ কার হাতে থাকবে, দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন মহলে জল্পনা ও বিতর্ক চলছে৷
কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের অন্দরমহল সূত্রে অবশ্য দাবি, প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক৷ প্রায় দু ঘণ্টা সেখানে ছিলেন তিনি৷
তৃণমূলে নেতৃত্বের রাশ কার হাতে থাকবে, দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন মহলে জল্পনা ও বিতর্ক চলছে৷
advertisement
এই বিতর্কে ইতি টানতে এ দিন দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘বেশ কিছু সংবাদ মাধ্যম ভাবছে তৃণমূল ভেঙে যাবে, তাতে জল ঢেলে দিলাম৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, আশা করি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন, জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবেন৷’
advertisement
এই পরিস্থিতিতে এ দিন সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক৷ সেই সময় অবশ্য সেখানে দলের আরও এক পুরনো নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন৷ অভিষেক পৌঁছনোর পর পরই অবশ্য ফিরহাদ হাকিম বেরিয়ে যান৷
তবে এ দিন মমতা- অভিষেক সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে কোনও বিবৃতিই দেওয়া হয়নি৷ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের অন্যান্য সিনিয়র নেতারাও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 9:55 PM IST