ডিসেম্বরের এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থানগুলিতে। পর্যটকদের ভিড় থিক থিক করে। কিন্তু এবার এখানকার ছবি সম্পূর্ণ আলাদা। বক্সা টাইগার রিজার্ভের রিসর্ট হোমস্টে বন্ধের ওপর হাইকোর্টের স্টে অর্ডার উঠে যেতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর আগের রায় কার্যকর হয়েছে।
আরও পড়ুন- কমছে পৌষ পার্বণে বাড়িতে ভাপা পিঠে করার উৎসাহ, মাথায় হাত সরাশিল্পীদের
advertisement
২৩ শে ডিসেম্বর হাই কোর্টে মামলা ওঠে তবে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ১০ জানুয়ারি। অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটক রাও বুঝে উঠতে পারছেন না কি হবে আগামীতে।
আপাতত ১০ জানুয়ারি হাইকোর্টে শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটক ও ব্যবসায়ীদের কাছে। পর্যটকদের যাতে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয় তার জন্য জয়ন্তীর কিছু পর্যটন ব্যবসায়ী পর্যটকদের আলিপুরদুয়ারের হোটেল গুলিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করেছেন।
আরও পড়ুন- কনকনে ঠান্ডা হাওয়া, তুষারপাত, হাড় কাঁপানো শীতের মেজাজে উত্তরে, বৃষ্টি হবে কি?
পর্যটন ব্যবসায়ী অয়ন নাইডু জানান, “আদালত যা রায় দেবে তা মাথা পেতে নেব। আমরা পর্যটন ব্যবসা এমনভাবেও করিনি যাতে প্রকৃতির সমস্যা হয়। আশা রাখছি সেই বিষয়টি আদালতের বিচারপতি বুঝবেন। পর্যটকদের হয়রানি আমরা চাইনা, তাই তাঁদের অন্যত্র রেখে পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করছি।”
Annanya Dey