ডিম পেড়ে তা যাতে সকলের অগোচরে না আসে, ডিম যাতে সুরক্ষিত থাকে …তার জন্যই চা পাতা দিয়ে ঢেকেও রেখেছে তারা। এখন চা বাগানে গেলেই চোখে পড়ে শ্রমিকেরা যখন ব্যস্ত চা পাতা তোলার কাজে, তখন পাশেই ময়ূরের দল ছড়িয়ে দিচ্ছে সৌন্দর্যের আলাদা মায়া। জল ছিটানোর ব্যবস্থায় ময়ূরের দল স্নান করছে, রোদ থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছে গাছের ছায়ায়। এই দৃশ্য প্রতিদিনের ক্লান্তিকে মুহূর্তে ভুলিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: চা বাগানে লেপার্ড! দেখে নিন বুকে ধুকপুকানি ধরানো মজাদার ভিডিও
তবে সবচেয়ে ব্যতিক্রমী ছবি হল চা গাছের গোড়ায় ময়ূরেরা ডিম পেড়ে তা পাতায় ঢেকে রাখছে, আর সেই ডিমগুলোর সুরক্ষায় নিয়োজিত চা বাগানের চৌকিদাররা। প্রহরা দিচ্ছেন রাতদিন, যাতে কেউ ভুলবশত বা কৌতূহলবশত ডিম নষ্ট না করে। শুধু নিরাপত্তায় নয়, এই পাহারা যেন প্রকৃতির প্রতি এক শ্রদ্ধার প্রকাশ। এই মনকাড়া দৃশ্য দেখতে এখন অনেকেই ছুটে আসছেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটকরাও মুগ্ধ এমন এক শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দেখে। আজ যেখানে মানুষের কারণে বন্যপ্রাণের বসতবাটি হারিয়ে যাচ্ছে, সেখানে ডেঙ্গুয়াঝাড় চা বাগান যেন এক অনন্য উদাহরণ—কীভাবে প্রকৃতিকে ভালোবেসে তার সঙ্গে মিশে থাকা যায়। এই সম্পর্ক শুধু অনুপ্রেরণা নয়, ভবিষ্যতের টেকসই সহাবস্থানের এক নিঃশব্দ বার্তাও বয়ে আনে।
সুরজিৎ দে





