Snake Rescue: স্কুলের সামনে থেকে উদ্ধার হল ১০ ফিট লম্বা অজগর সাপ, আতঙ্ক এলাকায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Python : চলছিল প্রতিদিনের মতো স্কুল। হটাৎ করেই প্রধান শিক্ষক এসে জানাল ছুটির কথা। তবে পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে গেলেন বাকি শিক্ষকরা। স্কুলের সামনে থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা অজগর সাপ।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে : চলছিল প্রতিদিনের মতো স্কুল। হঠাৎ করেই প্রধান শিক্ষক এসে জানাল ছুটির কথা। তবে পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে গেলেন বাকি শিক্ষকরা। স্কুলের সামনে থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা অজগর সাপ।
advertisement
2/5
এত বড় অজগর এলাকায় দেখা যায় না বলে জানাল বাসিন্দারা। প্রায় দশ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্কুলের সামনে বাঁশ বাগানে থেকে অজগর উদ্ধার হয়।
advertisement
3/5
আলিপুরদুয়ার এক ব্লকের দক্ষিণ কামসিং পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হল অজগর সাপটি। স্কুলের এক শিক্ষক বাঁশ গাছে সাপটিকে পেঁচিয়ে থাকতে দেখেন।বাঁশ বাগানে বিশালাকার অজগর দেখতে এলাকার বাসিন্দারা ভিড় জমান।
advertisement
4/5
স্কুলের সামনে অজগর সাপ দেখতে পেয়ে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলের তরফে খবর দেওয়া হয় বন দফতরে।পরবর্তীতে ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌছায়।
advertisement
5/5
বিশালাকার অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা।সেটিকে প্রকৃতি বিক্ষন কেন্দ্রে চিকিৎসার পর আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। শীতের সময় অজগর দেখা যাওয়ার কারণে চিন্তিত সকলে।