Human Waste : মানববর্জ্য থেকেই ফুলেফেঁপে উঠবে প্রশাসনের ভাণ্ডার, মলমূত্র থেকে আসবে কৃষির শক্তি! পথ দেখাচ্ছে জলপাইগুড়ি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Human Waste : মানবদেহের মলমূত্র থেকেই হবে অর্থ উপার্জন! অবাক হচ্ছেন? হ্যাঁ এভাবেই উপার্জনের নয়া দিশা জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মানবদেহের মলমূত্র থেকেই হবে অর্থ উপার্জন! অবাক হচ্ছেন? হ্যাঁ এভাবেই উপার্জনের নয়া দিশা জলপাইগুড়িতে। কিভাবে? মল মূত্র থেকেই তৈরি হবে জৈব সার, পরিবেশ দূষণ কমিয়ে চাষে নতুন দিগন্ত। জলপাইগুড়ি শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে শহরজুড়ে সেপটেজ বা মানবদেহের মলমূত্র নিষ্পত্তি নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল।
প্রতিদিন এই বিপুল বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডের কাছে ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষণ থেকে শুরু করে আশপাশের বাসিন্দাদের ভোগান্তিও ছিল চরমে। সেই পুরনো সমস্যারই আধুনিক সমাধান নিয়ে এসেছে জেলা পরিষদ। বালাপাড়া পৌরসভার ড্রাইভিং গ্রাউন্ডের পাশে তৈরি হচ্ছে অত্যাধুনিক সেপটেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত হবে শহরের মানববর্জ্য, আর সেই থেকেই তৈরি হবে উন্নতমানের জৈব সার।
advertisement
আরও পড়ুন : কেউ প্রেম মেরামতির ‘এক্সপার্ট’, কেউ আবার দেখতে ‘ঝাক্কাস’! বহরমপুরে জমজমাট ভৈরব পুজো, নামে লুকিয়ে নানা গল্প
কৃষিকাজে সরাসরি ব্যবহারযোগ্য এই সার মাটির উর্বরতা বাড়াবে, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাবে। পাশাপাশি, শহরের বর্জ্য সমস্যাও কমবে অনেকটাই। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন জানিয়েছেন, “পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে সরলতা, দুই দিক মাথায় রেখেই এই প্রকল্প। কাজ দ্রুত এগোচ্ছে। আগামী বছরের মধ্যেই পুরো ব্যবস্থাটি চালু হয়ে যাবে বলে আশা করছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিকাঠামোর দায়িত্বে থাকা কর্মীদের দাবি, এই প্রকল্প শহরের দূষণ নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে। একই সঙ্গে সার উৎপাদন বাড়লে স্থানীয় চাষিরাও উপকৃত হবেন। তাদের কথায়, “মানববর্জ্যকে সম্পদে পরিণত করার এই উদ্যোগ কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাবে। এটা কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, মানুষ ও পরিবেশের মধ্যে স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা।” জলপাইগুড়ির উদ্যোগ তাই শুধু বর্জ্য সমস্যার সমাধান তো অবশ্যই, এরই সঙ্গে দূষণমুক্ত, সবুজ ভবিষ্যতের এক বড় পদক্ষেপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
November 19, 2025 12:58 PM IST
