Business News: ব্যবসার পরিকল্পনা থাকলে এই সুযোগ মিস করবেন না! ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Business News: শুধু শিল্পের সমাধান নয়, সঙ্গে শহরের স্মৃতি সংরক্ষণেও উদ্যোগী হয়েছে পুরনিগম। নাগরিকদের কাছে চাওয়া হয়েছে পুরনো ছবি।
advertisement
1/5

শিলিগুড়ি পৌর নিগম শহরের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক স্মৃতিকে সযত্নে লিপিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশের। এ জন্য নাগরিকদের কাছে পুরনো দিনের ছবি, নথি বা শিলিগুড়ি মহকুমা সংক্রান্ত যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য আহ্বান করেছে নিগম কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বর ২০২৫–এর মধ্যে এই তথ্য বা ছবি জমা দিতে হবে নির্দিষ্ট ই-মেল smarakgrantha2025@gmail.com–এ। পাঠানো তথ্যের যথাযথ স্বীকৃতিও সংযুক্ত করা হবে স্মারক গ্রন্থে, এমনটাই জানানো হয়েছে নিগম সূত্রে। (ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
অন্যদিকে, সাধারণ মানুষদের সুবিধার্থে এবং ছোট-মাঝারি উদ্যোগকে আরও গতিশীল করতে শিলিগুড়ি পৌর নিগম আয়োজন করেছে ‘এমএসএমই ক্যাম্প—শিল্পের সমাধান’। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত রবীন্দ্র মঞ্চ, বাঘাযতীন পার্কে চলছে এই বিশেষ শিবির। নতুন ব্যবসা শুরু করা, ব্যাংক ঋণ পাওয়া, লাইসেন্স সংক্রান্ত সমস্যা, এই সমস্ত বিষয়ে একক পরামর্শ ও সহায়তার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের ভিড়ে ইতিমধ্যেই প্রাণবন্ত হয়ে উঠেছে শিবির।
advertisement
3/5
নিগমের মতে, শহরের পুরনো স্মৃতি সংরক্ষণ যেমন ইতিহাসের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, তেমনই শিল্প ও ব্যবসা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কাঠামো মজবুত করাও সময়ের দাবি। তাই একই সময়ে দুটি পৃথক কর্মসূচি চালু করে জনসংযোগ ও নাগরিক পরিষেবা আরও সুদৃঢ় করতে চাইছে কর্তৃপক্ষ।
advertisement
4/5
স্মারক গ্রন্থের মাধ্যমে শিলিগুড়ির অতীতের অজানা দলিল উঠে আসবে বলেই আশা করছেন বহু বাসিন্দা। তাঁদের অনেকে ইতিমধ্যেই বাড়িতে সংরক্ষিত পুরনো দলিল বা ঐতিহাসিক ছবি পাঠানো শুরু করেছেন। শিলিগুড়ির দ্রুত পরিবর্তনের ইতিহাস ধরে রাখতে এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অমূল্য হয়ে উঠবে বলে মনে করছেন ইতিহাস-অনুরাগীরা।
advertisement
5/5
এমএসএমই ক্যাম্পকেও ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে উদ্যোক্তাদের মধ্যে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তহবিল, নিয়মকানুন, অনলাইন সুবিধা, সবকিছু এক ছাদের নীচে পাওয়া যাবে বলে জানাচ্ছে শিবির কর্তৃপক্ষ। শিলিগুড়ি পৌর নিগমের মতে, স্মারক গ্রন্থ ও শিল্প বিকাশ, দুটো উদ্যোগ মিলেই শহরের সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক পরিষেবা এক নতুন দিশা পাবে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)