TRENDING:

Ticket Booking for Railways: অসংরক্ষিত কামরায় যাতায়াত করেন, ট্রেনের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ, দারুণ ব্যবস্থাপনা

Last Updated:

Ticket Booking for Railways: অসংরক্ষিত টিকিট কাটতে দাঁড়াতে হবে না লম্বা লাইনে! মালদহ ডিভিশনে বিরাট ব্যবস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: লম্বা লাইনে দাঁড়িয়ে আর টিকিট কাটতে হবে না। ভারতীয় রেলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বিরাট সুযোগ। মোবাইল থাকলেই যাত্রীরা নিজেদের টিকিট নিজেরাই কাটতে পারবে। ইউটিএস অ্যাপ মোবাইলে নিলেই যাত্রীরা অসংরক্ষিত টিকিট নিজেরাই কাটতে পারবে।
advertisement

স্টেশন থেকে সর্বোচ্চ ২০ কিলোমিটার দূর থেকে এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা টিকিট কাটতে পারবেন।‌ মালদহ ডিভিশনের স্টেশন গুলিতে এই ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য।যে কোন ট্রেনের অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট ও মাসিক টিকিট টাকা যাবে এই অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন – Adventure Sports: আকাশে উড়বেন, শিলিগুড়ির খুব কাছেই এই ডেস্টিনেশনে আপনি ডানা মেলতে পারবেন, রইল সব হিসেব

advertisement

এছাড়াও স্টেশনের টিকিট কাউন্টারের কাজে কিউআর কোর্ড দেওয়া থাকছে। কাউন্টারে ভিড় থাকলে যাত্রীরা কিউআর কোর্ড নিজেদের মোবাইলে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। সেখানে অনলাইনে টিকিটের দাম বিভিন্ন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। জাতটি রবীন্দ্র সরকার বলেন, মোবাইলের টিকিট কাটতে পারছি। লাইনে দাঁড়াতে হচ্ছে না এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।

advertisement

View More

মালদহ টাউন স্টেশন সহ মালদহ ডিভিশনের একাধিক স্টেশনে এই সিস্টেম ইতিমধ্যে চালু হয়েছে। স্টেশনের টিকিট কাউন্টারের পাশেই রেলের পক্ষ থেকে এই কিউআর কোড গুলি সাঁটানো হচ্ছে। যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে এই কিউ আর কোডের মাধ্যমে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। এতে করে যাত্রীদের অনেকটা সুবিধা হল। মালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম সুদীপ ভট্টাচার্য বলেন, এই অ্যাপ বা স্টেশনে কাউন্টারের কাছে লাগানো কিউআর কোডের মাধ্যমে খুব সহজেই যাত্রীরা অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন। মালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন গুলিতে এই অনলাইন মাধ্যমের সুব্যবস্থা করা হচ্ছে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

অনেক সময় ট্রেনের সময় হয়ে গেলেও লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের টিকিট কাটার জন্য। কিন্তু এই সিস্টেম চালু হলে যাত্রীদের আর টিকিট কাউন্টারের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। নিজেরাই নিজেদের টিকিট অনলাইন মাধ্যমে কাটতে পারবেন। Input- Harshit Singh

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ticket Booking for Railways: অসংরক্ষিত কামরায় যাতায়াত করেন, ট্রেনের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ, দারুণ ব্যবস্থাপনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল