TRENDING:

Sufal Bangla Matsya Kendra: দর কষাকষির দিন শেষ! এবার রেশনের কায়দায় ন্যায্য মূল্যে মিলবে মাছ, চালু হল সরকারি মাছের দোকান

Last Updated:

Sufal Bangla Matsya Kendra:জেলা মৎস্য দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে মালদহের ইংরেজবাজার ব্লকে অবস্থিত সাগরদিঘী মডেল ফিস ফার্ম এলাকায় উদ্বোধন করা সুফল বাংলা মৎস্য কেন্দ্রের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: আর যেতে হবে না মাছ বাজারে। করতে হবে না‌ দর কষাকষি, ন্যায্য মূল্যে রেশনের পর এবারে মিলবে ন্যায্য মূল্যে মাছ। সরকারি মূল্যে মিলবে এবারে নামিদামি মাছ। উত্তরবঙ্গের এই প্রথম সরকারি মূল্যের মাছের দোকানের উদ্বোধন হল মালদহের ইংরেজবাজার ব্লকের সাগরদিঘী মডেল ফিস ফার্ম এলাকায়। এখানে সরকারের ধার্যকৃত ন্যায্য মূল্যে পাওয়া যাবে রুই, কাতলা, মৃগেল সহ একাধিক নামিদামি মাছ। প্রতিদিন নিয়মিত খোলা হবে এই ন্যায্য মূল্যের মাছের দোকান। সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মাছ কিনতে পারবেন ক্রেতারা।
advertisement

জেলা মৎস্য দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে মালদহের ইংরেজবাজার ব্লকে অবস্থিত সাগরদিঘী মডেল ফিস ফার্ম এলাকায় উদ্বোধন করা হয়েছে ন্যায্য মূল্য বিক্রয় কেন্দ্রের। ফিতে কেটে ন্যায্য মূল্য সুফল বাংলা মৎস্য কেন্দ্রের উদ্বোধন করেন মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া। তিনি বলেন,‌ “জেলার বিভিন্ন ফার্মের সঙ্গে যুক্ত মৎস্যজীবী ও জেলেরা সঠিক দামে এখানে মাছ বিক্রয় করতে পারবেন। সেই মাছ আবার এখান থেকেই সস্তায় ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন ক্রেতারা। এতে উপকৃত হবেন সকলে।”

advertisement

আরও পড়ুন: ১৪ কোটি টাকা খরচ! এবার আর থাকবে না ভাঙন আতঙ্ক! মালদহে বিশাল কর্মকাণ্ডে নামছে প্রশাসন

এ বিষয়ে সাগরদিঘী মডেল ফিস ফার্ম ম্যানেজার মোহন‌ চ্যাটার্জী জানান, “উত্তরবঙ্গের মালদহ জেলায় এই প্রথম সুফল বাংলা মৎস্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিকে শুরুর ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। প্রায় ৩ থেকে ২৪ মেট্রিক টন মাছ চাষ হয়ে থাকে মালদহ জেলার ফার্মে। মালদহ জেলার মাছ সুস্বাদু হওয়ায় এর বিশেষত্ব রয়েছে। বেশি চাহিদা থাকার কারণে জেলাতেই মাছ বিক্রি হয়ে যায়। যার ফলে ভিন রাজ্য বা বাইরের জেলায় রফতানির প্রয়োজন হয় না।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মালদহ জেলার অধিকাংশ এলাকায় কৃষি ও বিভিন্ন চাষের উপর নির্ভরশীল। এবার এই নতুন পদ্ধতির ফলে অর্থনীতিক দিক থেকেও উন্নয়ন হবে জেলার বলে মনে করছেন অনেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sufal Bangla Matsya Kendra: দর কষাকষির দিন শেষ! এবার রেশনের কায়দায় ন্যায্য মূল্যে মিলবে মাছ, চালু হল সরকারি মাছের দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল