জেলা মৎস্য দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে মালদহের ইংরেজবাজার ব্লকে অবস্থিত সাগরদিঘী মডেল ফিস ফার্ম এলাকায় উদ্বোধন করা হয়েছে ন্যায্য মূল্য বিক্রয় কেন্দ্রের। ফিতে কেটে ন্যায্য মূল্য সুফল বাংলা মৎস্য কেন্দ্রের উদ্বোধন করেন মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া। তিনি বলেন, “জেলার বিভিন্ন ফার্মের সঙ্গে যুক্ত মৎস্যজীবী ও জেলেরা সঠিক দামে এখানে মাছ বিক্রয় করতে পারবেন। সেই মাছ আবার এখান থেকেই সস্তায় ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন ক্রেতারা। এতে উপকৃত হবেন সকলে।”
advertisement
আরও পড়ুন: ১৪ কোটি টাকা খরচ! এবার আর থাকবে না ভাঙন আতঙ্ক! মালদহে বিশাল কর্মকাণ্ডে নামছে প্রশাসন
এ বিষয়ে সাগরদিঘী মডেল ফিস ফার্ম ম্যানেজার মোহন চ্যাটার্জী জানান, “উত্তরবঙ্গের মালদহ জেলায় এই প্রথম সুফল বাংলা মৎস্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিকে শুরুর ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। প্রায় ৩ থেকে ২৪ মেট্রিক টন মাছ চাষ হয়ে থাকে মালদহ জেলার ফার্মে। মালদহ জেলার মাছ সুস্বাদু হওয়ায় এর বিশেষত্ব রয়েছে। বেশি চাহিদা থাকার কারণে জেলাতেই মাছ বিক্রি হয়ে যায়। যার ফলে ভিন রাজ্য বা বাইরের জেলায় রফতানির প্রয়োজন হয় না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার অধিকাংশ এলাকায় কৃষি ও বিভিন্ন চাষের উপর নির্ভরশীল। এবার এই নতুন পদ্ধতির ফলে অর্থনীতিক দিক থেকেও উন্নয়ন হবে জেলার বলে মনে করছেন অনেকে।
জিএম মোমিন