Malda News: ১৪ কোটি টাকা খরচ! এবার আর থাকবে না ভাঙন আতঙ্ক! মালদহে বিশাল কর্মকাণ্ডে নামছে প্রশাসন

Last Updated:

ভাঙন আতঙ্কে ঘুম উড়েছিল তাদের। এবার হয়ত মিলবে শান্তির ঘুম। রাজ্য সরকারের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাঁধ।

+
গঙ্গায়

গঙ্গায় বাঁধ নির্মাণ কাজে নৌকায় শ্রমিকরা

মালদা: ভাঙন থেকে হয়ত মিলবে এবার মুক্তি। ভাঙন আতঙ্কে ঘুম উড়ে ছিল তাদের। এবার সেই ভাঙন রোধে বরাদ্দ হল প্রায় ১৪ কোটি টাকা। মালদহের মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে গঙ্গার পাড়ে বসবাস প্রায় ৩০০ পরিবারের। কখনও নদীর গ্রাস আবার কখনও ঝড়-বৃষ্টির তাণ্ডব। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাদের।
একটু বাতাস এবং মেঘ বৃষ্টির সাড়া পেলেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে দেখছেন আকাশের দিকে চেয়ে। হঠাৎ বৃষ্টি নামলেই বিপদ। অস্থায়ী ছাউনির নীচে ভয় আতঙ্কে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। এরই মধ্যে এবার রাজ্য সরকারের ঘোষণা মত প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মালদহ জেলায় নতুন বাঁধ। বাঁধ নির্মাণ কাজের সূচনা হয়েছে মালদহের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতীপুর গ্রাম থেকে। বাঁধ টেকসই হলে ভাঙন রোধ করা সম্ভব হবে। স্থায়ী সমাধান হলে শান্তিতে থাকতে পারবেন তারা বলে জানান গ্রামবাসীরা।
advertisement
advertisement
মালদহের অধিকাংশ এলাকা গঙ্গা এবং ফুলাহার নদী তীরবর্তী। ফি বছর জেলায় ভাঙনের দাপট দেখা দেয়। দাবি ওঠে স্থায়ী সমাধানের। প্রায় কয়েক কিলোমিটার দূর অব্দি বসত ভিটে এবং চাষ জমি তলিয়েছে গঙ্গা গর্ভে। গঙ্গার তলায় বিলীন হয়েছে একাধিক গ্রাম। এমনই ভাবে একাধিক গ্রাম ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন গ্রামের বাসিন্দারা। বর্তমানে সেখানেও গঙ্গা নদীর জল গিলে ফেলছে তাদের ভিটেমাটি। তাই তারা গঙ্গা বাঁধের সাথে বসবাসের জন্য ভিটেমাটি এবং বাড়ির দাবী তুলেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, “গঙ্গা ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে মানিকচক ব্লকের ভুতনি, গোপালপুর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গঙ্গা নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধ নির্মাণ কাজ চলবে। আশা করছি খুব শীগ্রই কাজ সম্পন্ন হবে। এতে শান্তিতে ঘুমতে পারবেন গঙ্গা তীরবর্তী বাসিন্দারা।” ফি বছরই মালদহ জেলার কালিয়াচক, মানিকচক ও রতুয়া এলাকায় নদী ভাঙন দেখা দেয়। এখন দেখার বিষয় এই বাঁধ নির্মাণের পর কতটা স্বস্তি মিলবে জেলার গঙ্গা নদী তীরবর্তী বাসিন্দাদের। এবং কতটা আতঙ্ক দূর হয় তাদের।
advertisement
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ১৪ কোটি টাকা খরচ! এবার আর থাকবে না ভাঙন আতঙ্ক! মালদহে বিশাল কর্মকাণ্ডে নামছে প্রশাসন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement