ডমফু হয় গোলাকার। তবে এটি কাঠ দিয়ে তৈরি হয় না। অনেক সময় ঘরিয়াল, আবার অনেক সময় মাছের চামড়া দিয়ে তৈরি হয়। ডমফু বাদ্যযন্ত্রের কর্মশালায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। কর্মশালায় দুটি নৃত্য এবং তিনটি গান তৈরি করা হয়। জানা যায়, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বনছায়া গ্রাম একটি নতুন পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকে একটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে।
advertisement
আরও পড়ুন: রেশন কার্ডের পিছনে ছুট হাতির! ঘরে ঢুকে কি করল জানেন! কূলকিনারা খুঁজে পাচ্ছেন না উপভোক্তা
পর্যটকদের জন্য গ্রামের আকর্ষণের একটি প্রধান অংশ হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই কর্মশালা তাদের ঐতিহ্যবাহী নৃত্য এবং গানের বিকাশের জন্য। এই কর্মশালার আয়োজনে প্রধান ভূমিকা পালন করেছেন রামকুমার লামা। তিনি বলেন, “ডুয়ার্সে বিভিন্ন উপজাতি বাস করে এবং প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, নৃত্য এবং সঙ্গীত রয়েছে। ডুয়ার্সের বিভিন্ন বন বস্তিতে ডুয়ার্সের বাসিন্দাদের সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত প্রদর্শন এবং তা বিকাশের জন্য কর্মশালা আয়োজন করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে, আলিপুরদুয়ার জেলার পোরো, রাভা বস্তিতে রাভা জনজাতির নৃত্যের উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। একইভাবে, তামাং উপজাতির ভাষা, নৃত্য এবং বাদ্যযন্ত্র ডমফুর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
Annanya Dey





