বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা।
ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের প্রথম পথ চলা শুরু হল। দীর্ঘদিন ধরেই বালুরঘাট-একলাখী রেলপথে ইলেকট্রিফিকেশন এর কাজ চলছিল। অবশেষে বালুরঘাট স্টেশন থেকে চালু হল ট্রেন। এর ফলে গন্তব্যস্থলে যেতে সময় অনেকটাই কম লাগবে। পাশাপাশি ইঞ্জিন চেঞ্জ করতেও অনেকটা সময় লাগবার ফলে গন্তব্যে যেতে সময়ও বেশি লাগতো।
advertisement
আরও পড়ুন, সাবধান! এমন নম্বর থেকে WhatsApp-এ কি মিস কল আসছে? জানুন কত বড় বিপদ সামনে
আরও পড়ুন, ‘গ্রেফতার অসাংবিধানিক’, ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
এই ট্রেন চালু হতেই জেলা জুড়ে খুশির বহাওয়া তৈরি হয়েছে। এর পাশাপাশি, এদিন রামপুরে রেলের রেক পয়েন্ট ও গঙ্গারামপুরে শেডের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনরা। এর পাশাপাশি বালুরঘাট-গুয়াহাটি ট্রেনের জন্য ডিআরএমের কাছে জানানো হয় সাংসদ সুকান্ত মজুমদারের তরফে।
সুস্মিতা গোস্বামী