নারকেল ফল নাকি সবজি, জানুন
নারকেল বা ডাব সাধারণত পাম গোষ্ঠীভুক্ত গাছগুলির মধ্যে পড়ে।
নারকেল এর ইংলিশ শব্দ কোকোনাট শব্দটি ষোড়শ শতাব্দীর পর্তুগিজ শব্দ কোকো থেকে এসেছে।
অনেকের মধ্যেই প্রশ্ন নারকেল আদতে কোন গোষ্ঠীভূক্ত।
কারণ নারকেল ফল নাকি সবজির মধ্যে পড়ে তা নিয়ে মতান্তর রয়েছে অনেকের।
কিন্তু এটা নিয়ে দ্বিমত সাধারণত থাকা উচিত নয়।
কারণ, নারকেলকে শাঁসালো ফল হিসাবে বর্ণনা করা হয়েছে উইকিপিডিয়াতে।
বিভিন্ন জায়গাতেও নারকেল বা ডাব ফল গোষ্ঠীভূক্ত বলেই উল্লেখ করা হয়েছে।
নারকেল থেকে প্রাপ্ত তেল এবং দুধ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
এর পাশাপাশি প্রসাধনী দ্রব্য তৈরিতেও নারকেলের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়।
ধর্মীয় পুজোতেও নারকেলের বিশেষ অবদান রয়েছে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন