হোম /খবর /বিদেশ /
'গ্রেফতার অসাংবিধানিক', ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

Imran Khan: 'গ্রেফতার অসাংবিধানিক', ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

ইমরান খান

ইমরান খান

Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেদেশের সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়

  • Share this:

ইসলামাবাদ: ইমরান খানকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টে। এদিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেদেশের সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। কড়া সুরক্ষার ঘেরাটোপে নিয়ে আসা হয় তাঁকে। শুনানি পর্ব চলাকালীন বিচারপতি বলেন, “ইমরান খানের গ্রেফতার অসাংবিধানিক।” এদিন আদালতে অন্তবর্তীকালীন জামিন পান তিনি।

 

এদিন পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি ইমরান খানকে বলেন যে তাঁকে আগামীকাল হাইকোর্টে হাজির হতে হবে এবং হাইকোর্টের রায় মেনে চলতে হবে। শুক্রবার হাইকোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে, ইমরান খানের গ্রেফতার অবৈধ। কারণ আদালতে আত্মসমর্পণকারী ব্যক্তিকে গ্রেফতার করা যায় না। সেই সঙ্গে এদিন পাক সুপ্রিম কোর্ট ইমরান খানের উদ্দেশ্য বলেন, সমর্থকদের বিক্ষোভ-হাঙ্গামা থামাতে বলুন।

 

প্রসঙ্গত, দুই দিন আগেই পাকিস্তানে আদালতের বাইরে থেকে গ্রেফতার করা হয় পিটিআই প্রধান ইমরান খানকে৷ মঙ্গলবার তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয়। আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের ন্যাব বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ইমরানকে একাধিকবার সমন পাঠিয়েছিল। বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে গিয়েছিলেন তাঁর আগাম জামিনের মেয়াদ বৃদ্ধি করাতে। সেই সময়েই তাঁকে রেঞ্জাররা গ্রেফতার করেন বলে খবর।

আরও পড়ুন, দাম কমল কি সোনা-রূপোর? জেনে নিন আজকের দর কেমন

আরও পড়ুন, আর মাত্র ৪ দিন! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত, জেনে নিন বিশদে

সেই খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআই সমর্থকরা। সেনা কার্যালয়, প্রশাসনিক ভবনে আক্রমণ হয়। বিক্ষোভ থামাতে কোথাও লাঠিচার্জ, কোথাও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। কিন্তু বিক্ষোভ থামা তো দূর, উল্টে আরও বাড়তে থাকে। এদিন ইমরানকে আদালতে নিয়ে আসার সময়েও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Imran Khan