আর মাত্র ৪ দিন বাকি হাওড়া-পুরী বন্দেভারত এক্সেপ্রেসের যাত্রা শুরু হতে। আগামী ১৫ তারিখ এই এক্সপ্রেসের উদ্বোধন করা হবে। (প্রতীকী ছবি)
জানা গিয়েছে, সাড়ে ৬ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে পুরী পৌঁছানো যাবে এই ট্রেনে করে। (প্রতীকী ছবি)
ইতিমধ্যে হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসের বেশ কয়েকটি ট্রায়াল রান হয়েছে। সেগুলি প্রত্যেকটি সফল হয়েছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি)
বর্তমানে হাওড়া-পুরী রুটে সবথেকে দ্রুতগামী ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস। তবে বন্দে ভারত চালু হলে শতাব্দীর থেকে ১ ঘণ্টা আগে পুরীতে পৌঁছাবে। (প্রতীকী ছবি)
হাওড়া থেকে ছাড়ার পর পুরীগামী বন্দে ভারতের প্রথম স্টেশন হবে খড়গপুর। সেখানে ট্রেনটি কিছুক্ষণ থেমে ফের যাত্রা শুরু করবে।
তার পর বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় দাঁড়াবে এই ট্রেনটি। তারপরে পুরীতে পৌঁছাবে। (প্রতীকী ছবি)
জানা গিয়েছে, হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। (প্রতীকী ছবি)
এই ট্রেনটি চালু হলে এটি হতে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। আগের ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করে। (প্রতীকী ছবি)
বছরে প্রচুর পর্যটক পুরীতে ভিড় করেন। এই ট্রেনটি চালু হবে তাঁদের যাত্রার সুবিধা হবে বলে অনুমান করা হচ্ছে। (প্রতীকী ছবি)
...