আত্রেয়ী নদী বালুরঘাটের প্রাণস্বরূপ। এক সময় সারা বছর নদীতে জল থাকত। জেলে পরিবারগুলির জীবিকা, কৃষিজীবী মানুষের চাষাবাদ সবই নির্ভর করত এই নদীর উপর। কিন্তু এখন বর্ষাকাল বাদ দিলে নদীতে পর্যাপ্ত জল থাকে না। জল ধরে রাখতে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বছর খানেক আগে চকভবানীতে একটি কংক্রিটের ড্যাম নির্মাণ করা হয়েছিল। অথচ সেই ড্যামও এক বছরের মধ্যেই ভেঙে যায়। এবার নতুন করে সংস্কার করা নদীর বাঁধও মাত্র এক মাসের মধ্যেই ভাঙতে শুরু করেছে। ফলস্বরূপ স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ব্যাপক।
advertisement
আরও পড়ুন: আইআইটি খড়গপুরে গৌতম আদানি! নতুন কিছুর অপেক্ষা? জানুন আসল গল্প
ড্যাম তৈরি হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নদীবাঁধের বেহাল দশায় বিরক্ত দক্ষিণ দিনাজপুরের নদী পাড়ের বাসিন্দারা। প্রথমে ড্যামের একাংশ ভেঙে পড়া এবং পরে পশ্চিমপ্রান্তে সিঁড়ি সহ বাঁধের কিছু অংশ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেলে মেরামতির কাজ চলতে না চলতেই বর্ষার মরশুমে জল বাড়তেই আবারও ধসে পড়েছে বালির বস্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছে। বাঁধ সংস্কারের কাজে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাই বারংবার পাড় বাঁধার কাজ শুরু হলেও সেই কাজ টেকসই করছে না। সঠিকভাবে কাজ না করায় অল্প সময়ের মধ্যেই নদীর চাপে তা ভেঙে পড়ছে। তাই লক্ষ লক্ষ টাকা খরচ হলেও টেকসই কাজ হয়নি বলেই মত। তাদের দাবি, অবিলম্বে এই ভাঙন রোধ করার জন্য কংক্রিটের পাড় বাঁধানো হোক।অন্যদিকে সেচ দফতর ও জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জল কমলেই ভাঙা বাঁধ মেরামতের ব্যবস্থা করা হবে।