TRENDING:

Siliguri Accident: নেপালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! লরিতে সজোরে ধাক্কা, শ্রমিক বোঝাই গাড়ি উলটে মৃত ১, আহত শিশু-সহ আরও ৭

Last Updated:

Siliguri Accident News: কোচবিহার থেকে নেপালে কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই গাড়ি। নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড়ে একটি লরিকে ধাক্কা মেরে নয়ানজুলিতে উলটে পড়ে গাড়িটি। মারা যান এক শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: কোচবিহার থেকে নেপালের ইটভাটায় কাজে রওনা দেওয়া শ্রমিক বোঝাই একটি গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল। মঙ্গলবার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড়ে ঘটল দুর্ঘটনা। নয়ানজুলিতে গাড়ি পড়ে ঘটনাস্থল কেঁপে ওঠে। দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু-সহ আরও সাতজন।
নকশালবাড়িতে দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই গাড়ি, নিহত ১
নকশালবাড়িতে দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই গাড়ি, নিহত ১
advertisement

মঙ্গলবার কোচবিহারের ৮ জন শ্রমিক এবং তাদের সঙ্গে এক শিশুকে নিয়ে গাড়িটি নেপালের দিকে যাচ্ছিল। স্থানীয়দের প্রাথমিক বক্তব্য ও পুলিশের অনুমান, কোয়ার্টার মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর সেটি সোজা নয়ানজুলিতে গিয়ে পড়ে।

আরও পড়ুনঃ সন্ধে নামতেই জমিতে দাপাদাপি! বিঘার পর বিঘা ফসল খেয়ে সাবাড়, বুনো শুয়োরের তাণ্ডবে অতিষ্ঠ ভরতপুরের চাষিরা

advertisement

বিকট শব্দে এলাকায় ছুটে আসেন স্থানীয় মানুষজন। দ্রুত উদ্ধার কাজে নামেন সকলে। কিছুক্ষণের মধ্যেই নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু-সহ মোট ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

View More

দুর্ঘটনায় মারা গিয়েছেন শ্রমিকদের সর্দার রসিদ মিঞা। আহতদের প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অধিকাংশকে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

advertisement

আরও পড়ুনঃ  অনিশ্চয়তার মুখে সাধের নলেন গুড়! খেজুর গাছে উঠতে আতঙ্ক শিউলিদের, ঝাঁকে ঝাঁকে তেড়ে আসছে ভিমরুল, পাশে দাঁড়াল প্রশাসন

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। লরি কেন দাঁড়িয়ে ছিল, গাড়িটি কত গতিতে চলছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে নকশালবাড়ি থানার সূত্রে খবর। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
আরও দেখুন

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল যে, সড়কে এক মুহূর্তের অসাবধানতাই বড় বিপদের কারণ হতে পারে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা রোধে ওই রুটে নজরদারি ও নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Accident: নেপালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! লরিতে সজোরে ধাক্কা, শ্রমিক বোঝাই গাড়ি উলটে মৃত ১, আহত শিশু-সহ আরও ৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল