Wild Boar Menace: সন্ধে নামতেই জমিতে দাপাদাপি! বিঘার পর বিঘা ফসল খেয়ে সাবাড়, বুনো শুয়োরের তাণ্ডবে অতিষ্ঠ ভরতপুরের চাষিরা
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad Wild Boar Menace: মুর্শিদাবাদ জেলার ভরতপুরে বুনো শুয়োরের তাণ্ডব। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করছে। আলু, সর্ষে, গম, বাঁধাকপি, ছোলা কোন কিছুই বাদ যাচ্ছে না। সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় দিন রাত এক করে পাহারা দিচ্ছেন চাষিরা।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় কৃষক ত্রিলোক মণ্ডল জানান, গত বছরও শুয়োর তাণ্ডব চালিয়েছিল। কিন্তু এবার যেন অত্যাচারের মাত্রা আরও বেশি। দিনের বেলাতেই মাঠের পাশে কুয়ে নদীর চরের ছোট দুটি জঙ্গলে ওরা লুকিয়ে থাকছে বলে মনে হচ্ছে। ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। ভয়ে ভয়েই এখন তাদের দিন কাটছে। সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে উপদ্রব, আর সেই কারণে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। তবে এবার দিনের বেলাতেও তারা নিশ্চিন্ত নন।
advertisement
advertisement
বন দফতরের কান্দি রেঞ্জ অফিসার আনন্দ বিশ্বাস জানিয়েছেন, "ঘটনার কথা জানতে পেরেছি। আমাদের একটি দল দ্রুত সেখানে পাঠানো হচ্ছে। তবে এই এলাকায় বুনো শুয়োর থাকার কথা নয়। আমরা খতিয়ে দেখছি, এটি বুনো শুয়োর নাকি অন্য কোনও বন্যপ্রাণী। বন দফতরের দ্রুত পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ভরতপুরের ক্ষতিগ্রস্ত কৃষকরা। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)







