পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ অক্টোবর দুপুরে আশিঘর এলাকার এক বাড়ির সদস্যরা ঠাকুর দেখতে বাইরে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে নগদ অর্থ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান দরজা ভাঙা এবং ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই আশিঘর ফাঁড়িতে খবর দেওয়া হয় এবং ২৩ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
advertisement
আরও পড়ুন : একপাল হাতির প্রাণ যেতে বসেছিল, আশঙ্কা ছিল বড় দুর্ঘটনার! দুই সতর্ক চালক রুখে দিলেন সব, এখন সকলের কাছে ‘হিরো’
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁও এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া টাকাপয়সা ও অলংকার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে। এদিকে, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, শহরে উৎসবের সময় চুরির ঘটনা রুখতে টহল ও নজরদারি আরও বাড়ানো হবে। আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।






