একপাল হাতির প্রাণ যেতে বসেছিল, আশঙ্কা ছিল বড় দুর্ঘটনার! দুই সতর্ক চালক রুখে দিলেন সব, এখন সকলের কাছে 'হিরো'
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News : উত্তরবঙ্গের এই বনাঞ্চল বরাবরই হাতিদের গুরুত্বপূর্ণ চলাচলের পথ বা হাতি করিডোর হিসেবে পরিচিত। সেই করিডোরেই এই দুই রেলকর্মীর সচেতনতা নতুন দৃষ্টান্ত তৈরি করল।
advertisement
advertisement
শিলিগুড়ি–আলিপুরদুয়ার আপ ইন্টারসিটি এক্সপ্রেস গুলমা–সেভক রেলপথের এলাকায় পৌঁছয়। হঠাৎই তাঁরা দেখতে পান একদল হাতি রেললাইনের উপর দিয়ে পার হচ্ছে। মুহূর্তের মধ্যেই অরুণাভবাবু ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন, সহকারী এস.কে. সিংহও তাঁকে সাহায্য করেন সংকেত পাঠাতে। তাদের তৎপরতায় ট্রেন থেমে যায়, ফলে নির্বিঘ্নে পথ পার হতে পারে পুরো হাতির পাল।
advertisement
দুই চালকের এই মানবিক সিদ্ধান্তে রক্ষা পায় বহু প্রাণ, এড়ানো যায় সম্ভাব্য বড় দুর্ঘটনা। ঘটনার পর থেকেই প্রশংসার ঝড় উঠেছে রেল ও পরিবেশপ্রেমী মহলে।পরিবেশকর্মীদের একাংশের মত, জঙ্গলের ভেতর দিয়ে চলা ট্রেনগুলির গতি কিছুটা কম রাখলে এবং দূর থেকে সতর্ক দৃষ্টি রাখলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।
advertisement
