TRENDING:

Siliguri News: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গেল সদ্যোজাত

Last Updated:

বৃহস্পতিবার দুপুরে খাওয়ারের সময় এক মহিলা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে। কয়েক মুহূর্তেই মধ্যেই সেই মহিলা শিশুটি সমেত নিখোঁজ হয়ে যায় বলে তার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গেল এক সদ্যোজাত শিশু। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টা নাগাদ।
নিখোঁজ সদ্যোজাত
নিখোঁজ সদ্যোজাত
advertisement

২৪ বছর বয়সি রঞ্জিতা সিংহ নামে এক মহিলা খড়িবাড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। মঙ্গলবার রাতে, খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে তাঁর সন্তান প্রসব হয়। তারপরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরবেলা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ছবির ছেলেটির নাম কী বলুন তো? ৯৯ % শতাংশ মানুষ উত্তর খুঁজে ডাহা ফেল! এবার আপনার পালা

advertisement

রঞ্জিতা দেবীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খাওয়ারের সময় এক মহিলা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে। কয়েক মুহূর্তেই মধ্যেই সেই মহিলা শিশুটি সমেত নিখোঁজ হয়ে যায় বলে তার অভিযোগ। তখন আজ হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

View More

আরও পড়ুন: রাজ্যজুড়ে নামবে স্বস্তির বৃষ্টি...! কবে ভিজবে কলকাতা থেকে ক্যানিং, কার্শিয়াং থেকে কালনা? আবহাওয়ার মেগা আপডেট

অন্যদিকে, এই ঘটনা নিয়ে তদন্ত কমিটির গঠন করার কথা জানান সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তিনি জানান, সেই সময় ভিজিটিং আওয়ার ছিল। ফলে বাইরের মানুষেরা সেই সময় হাসপাতালে এসেছিল, ফলে ওই মহিলা কে ছিলেন তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

advertisement

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গেল সদ্যোজাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল