Viral Puzzle: ছবির ছেলেটির নাম কী বলুন তো? ৯৯ % শতাংশ মানুষ উত্তর খুঁজে ডাহা ফেল! এবার আপনার পালা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান।

ছবির ছেলেটির নাম কী বলুন তো?
ছবির ছেলেটির নাম কী বলুন তো?
ভাইরাল ধাঁধা: বিশেষজ্ঞরা বলেন আপনি যখন বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন তখনই আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। শিশুদের বুদ্ধিদীপ্ত করে তুলতেও নানা জটিল ধাঁধার সমাধান করতে পরামর্শ দেওয়া হয়। বলা হয়, এর ফলে মানুষের বুদ্ধি খোলে। আসলে মস্তিষ্কের কাজ যেমন বুদ্ধিমত্তা বাড়ায় তেমনই মাথা খাটিয়ে সঠিক উত্তর খোঁজার মধ্যে একটা মজাও আছে। এমনই একটি খুবই অন্যরকম ছবি এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে একটি বালকের ছবি আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির R বর্ণ ও একটি আগুনের ইমোজি। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন।
advertisement
advertisement
এবার আপনার কাজ হল ছবি দেখেই মাথা খাটিয়ে বলে ফেলতে হবে ছেলেটির নাম কী। অনেক চালাক চতুর মানুষ ইতিমধ্যেই ফেল করেছেন সঠিক উত্তরটি খুঁজে বার করতে। এবার কিন্তু আপনার উত্তরে বোঝা যাবে আপনি কতটা স্মার্ট।
কিন্তু আপনিও যদি উত্তর খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়ে থাকেন তাহলে কুছ পরোয়া নেই। এই প্রতিবেদনেই আপনার জন্য রয়েছে উত্তর। আসুন আপনাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া যাক আসল সঠিক উত্তরটি কী।
advertisement
আগে আরও একবার ভাল করে দেখুন ছবিটি। ছেলেটিকে পাশে রয়েছে ইংরেজি আর R লেটার যার পাশে রয়েছে আগুন যার অর্থ এখানে HEAT ধরা হয়েছে। অতএব দুই চিহ্ন মিলিয়ে দাঁড়ায় R + Heat = Rohit। অর্থাৎ ছেলেটির নাম রোহিত।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান। এককথায় যাকে বলে জিনিয়াস।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Puzzle: ছবির ছেলেটির নাম কী বলুন তো? ৯৯ % শতাংশ মানুষ উত্তর খুঁজে ডাহা ফেল! এবার আপনার পালা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement