৩০ ফুট বাই ২০ ফুটের পতাকা থেকে শুরু করে বিভিন্ন মাপের পতাকা তিনি তৈরি করেন। পতাকা প্রস্তুতকারী রাম হরি পাল বাবুর কথায়,’আমি দীর্ঘ ৪০ বছর ধরে এই পতাকা তৈরির কাজ করছি। আগে ছোট করে শুরু করেছিলাম। এখন আমার তৈরি পতাকার চাহিদা বহু জায়গায় রয়েছে।’ তিনি আরও বলেন,এখনও পর্যন্ত সবথেকে বড় ৩০ ফুটের পতাকা বানিয়েছি। যার দাম ৩০ হাজার টাকা। সেই পতাকা ইতিমধ্যেই ইন্দো চায়না বর্ডারে চলে গিয়েছে।
advertisement
সারা বছরই পতাকার চাহিদা থাকলেও এই সময়টায় একটু বেশি চাহিদা রয়েছে। তিনি আশাবাদী এবারও ভালই অর্ডার আসবে। পতাকা কিনতে আসা এক ব্যক্তি সুরজ থাপার কথায়,’আমি বিগত ৪ বছর ধরে কাকুর কাছ থেকে পতাকা নিয়ে আসছি। বিধান মার্কেটে পতাকা কিনতে আসা মানেই’প্যারাগন’ এ আসতে হবে। কারণ এই দোকানের মত ভাল মানের কাপড় দিয়ে তৈরি জাতীয় পতাকা আর অন্য কোথাও পাওয়া যায় না। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অনির্বাণ রায়





