মণ্ডপ নির্মাণেও থাকছে অভিনবত্ব। কোনও বাঁশ নয়, সম্পূর্ণ কাঠামো দাঁড় করানো হবে লোহা ও যন্ত্রাংশ দিয়ে। প্রতিমায় থাকবে মায়ের চণ্ডীরূপ, যেখানে হিন্দুত্বের আবহ স্পষ্ট। আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক, আর সমস্ত শিল্পকর্ম তৈরি করবেন স্থানীয় শিল্পীরাই।
আরও পড়ুন: ৫০ লক্ষ, ১ কোটি নয়! মাত্র ২ লক্ষ বাজেটের ‘এই’ পুজো, নজর কাড়ছে এলাকায়, নজির গড়ছে রাজ্যে
advertisement
শিলিগুড়ির এই পুজোর দর্শকদের জন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবর, কালীপুজোর একদিন আগে, মণ্ডপের উদ্বোধন করবেন সেনা, বিমান ও প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা—যারা দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। পুজোর দিনগুলোতে শুধু প্রতিমা দর্শন নয়, থাকবে সামাজিক কাজের নানা অনুষ্ঠান ও বিশেষ শ্যামাসঙ্গীতের আসর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে এবছর শিলিগুড়ির কালীপুজোয় শুধু উৎসবের রঙেই রঙিন নয়, দেশপ্রেমের আবহেও ভরপুর হতে চলেছে। ১০০ ফিট লম্বা আর ৪০ ফিট চওড়া আইএনএস বিক্রান্তের মডেল দর্শনার্থীদের মনে করিয়ে দেবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি আর সেনাদের অমূল্য ত্যাগের কথা। আলো, শিল্পকর্ম আর আরাধনার আবহে শিলিগুড়ি সাক্ষী হতে চলেছে এক অনন্য কালীপুজোর।