TRENDING:

Malda News: খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! কাদায় আটকে থাকা জীবনে ফিরবে স্বস্তি

Last Updated:

Malda News: এক‌ই দিনে প্রায় ৩৪৫ কিমি রাস্তার কাজের শিলান্যাস হল মালদহ জেলা জুড়ে। ব্যয় হবে প্রায় ২১৪ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: শহরের সঙ্গে জুড়ল গ্রাম, পথ পেল প্রত্যন্ত গ্রাম। বর্ষার মরশুমে অল্প বৃষ্টিতেই জল জমে অচল হয়ে পড়ত রাস্তা। হাঁটাচলা থেকে কৃষিকাজ, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হত জেলার বিভিন্ন প্রান্তের লক্ষাধিক মানুষকে। তবে এবার সেই সমস্যার সমাধানে বিরাট উদ্যোগ গ্রহন করল রাজ্য সরকার। এক‌ই দিনে প্রায় ৩৪৫ কিমি রাস্তার কাজের শিলান্যাস হল মালদহ জেলা জুড়ে। প্রায় ২১৪ কোটি টাকা ব্যয়ে মালদহ জেলার পৌরসভা এবং ব্লক এলাকায় শিলান্যাস করা হল নতুন রাস্তার।
advertisement

জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জেলার বিভিন্ন প্রান্তের বেহাল অচল অবস্থায় থাকা রাস্তার স্থায়ী সমাধান হল রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে। এদিন মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় একটি রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে এসে মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, “চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলা জুড়ে ৩২৮ টি রাস্তার কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার, বাঁকুড়ার ছাতনায় এক মঞ্চে তৃণমূল, বিজেপি-বাম সমর্থিত প্রতিনিধি! কাঁধে কাঁধ মিলিয়ে শিলান্যাস

মালদহের ইংরেজবাজার, পুরাতন মালদহ, গাজোল, চাঁচল সহ জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এলাকায় ৩৪৫ কিমি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এই রাস্তা হওয়ার ফলে উপকৃত হবেন জেলার লক্ষাধিক মানুষ।” পাকা রাস্তা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। এক গ্রামবাসী হায়দার আলী জানান, “এতদিন বেহাল রাস্তা হয়ে যাতায়াত করতে হত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! বর্ষায় ভোগান্তির দিন শেষ
আরও দেখুন

হাঁটাচলা এবং কৃষি কাজের ক্ষেত্রে সমস্যা হত গ্রামবাসীদের। তবে এবারে পাকা রাস্তা হওয়ার পর সমস্যা মিটবে গ্রামবাসীর।” নদিয়ার একটি প্রশাসনিক সভা থেকে রাজ্যজুড়ে চতুর্থ পর্যায়ের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে প্রায় ২০ হাজার কিমি রাস্তার কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে ২১৪ কোটি টাকা ব্যয়ে মালদহ জেলার ৩২৮ টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! কাদায় আটকে থাকা জীবনে ফিরবে স্বস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল