TRENDING:

Kali Puja 2025: ৩৫ ফুট উচ্চতার প্রতিমা! এ বার কালীপুজোয় নজর কাড়বে শিলিগুড়ি ডাবগ্রামের নিউ বয়েজ ক্লাবের আয়োজন

Last Updated:

Kali Puja 2025:প্রায় ১০ লক্ষ টাকার বাজেটে এগোচ্ছে এই বিশাল মণ্ডপ। দিনরাত এক করে প্রতিমা নির্মাণে ব্যস্ত শিলিগুড়ির শিল্পী সঞ্জীব কীর্তনীয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গে প্রথমবার — রামলালার বেশে মা কাল ভৈরবী! শিলিগুড়ির ডাবগ্রাম অঞ্চলে নিউ বয়েজ ক্লাবের পুজো মণ্ডপে এবার এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ। ৩৫ ফুট উচ্চতার প্রতিমায় একদিকে দেবত্ব, অন্যদিকে নবরূপে মাতৃত্বের প্রকাশ— শহরবাসীর কাছে তাই ইতিমধ্যেই কৌতূহলের কেন্দ্র এই পুজো।
advertisement

এ বছর ক্লাবের ৪৬ তম বর্ষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুধু পুজো নয়, সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগেও আমরা চাই মানুষকে যুক্ত করতে।” পুজো চলাকালীন আয়োজিত হবে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক একাধিক কর্মসূচি।

প্রায় ১০ লক্ষ টাকার বাজেটে এগোচ্ছে এই বিশাল মণ্ডপ। দিনরাত এক করে প্রতিমা নির্মাণে ব্যস্ত শিলিগুড়ির শিল্পী সঞ্জীব কীর্তনীয়া। তাঁর হাতে তৈরি হচ্ছে ৩৫ ফুট উঁচু মা কাল ভৈরবীর মূর্তি— রামলালার রূপে দেবীকে উপস্থাপনের এ এক অভিনব প্রচেষ্টা।

advertisement

আরও পড়ুন : দেবী কালীর বিগ্রহের উচ্চতা ৪৫ ফুট, ক্ষীরপাইয়ের ‘বড়মা’-এর পুজোয় ঢল নামে অগণিত ভক্তের

View More

আগামী ১৯ অক্টোবর উদ্বোধন হতে চলেছে এই পুজোর মণ্ডপ। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে উদ্যোক্তারা রাখছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লাগানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা, থাকবেন স্বেচ্ছাসেবকরাও। ক্লাবের সদস্য রঞ্জন রায় বলেন, “প্রতিবছরই আমরা কিছু নতুন ভাবি। এবছর রামলালার বেশে মা কাল ভৈরবীর রূপ শহরবাসীর নজর কাড়বেই। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সামাজিক উদ্যোগ— সবেতেই থাকছে বিশেষত্ব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেবদের হাতে শুরু মায়ের আরাধনা! শতবর্ষ প্রাচীন হ‍্যামিল্টনগঞ্জের কালীপুজোর সূচনা কীভাবে?
আরও দেখুন

ডাবগ্রামের নিউ বয়েজ ক্লাবের এবারের এই উদ্যোগ শুধু পুজোর আয়োজন নয়, একদিকে যেমন শিল্পের নতুন প্রকাশ, তেমনই সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। ৩৫ ফুট উচ্চতার মা কাল ভৈরবীর রূপে রামলালার ভাবনা যেন ভক্তির সঙ্গে মানবতার সেতুবন্ধন ঘটাচ্ছে। শহরজুড়ে আলো, সঙ্গীত আর ভক্তির আবহে তাই শিলিগুড়ির পুজো মানচিত্রে এবার এক অনন্য সংযোজন হতে চলেছে এই মণ্ডপ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: ৩৫ ফুট উচ্চতার প্রতিমা! এ বার কালীপুজোয় নজর কাড়বে শিলিগুড়ি ডাবগ্রামের নিউ বয়েজ ক্লাবের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল