এ বছর ক্লাবের ৪৬ তম বর্ষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুধু পুজো নয়, সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগেও আমরা চাই মানুষকে যুক্ত করতে।” পুজো চলাকালীন আয়োজিত হবে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক একাধিক কর্মসূচি।
প্রায় ১০ লক্ষ টাকার বাজেটে এগোচ্ছে এই বিশাল মণ্ডপ। দিনরাত এক করে প্রতিমা নির্মাণে ব্যস্ত শিলিগুড়ির শিল্পী সঞ্জীব কীর্তনীয়া। তাঁর হাতে তৈরি হচ্ছে ৩৫ ফুট উঁচু মা কাল ভৈরবীর মূর্তি— রামলালার রূপে দেবীকে উপস্থাপনের এ এক অভিনব প্রচেষ্টা।
advertisement
আরও পড়ুন : দেবী কালীর বিগ্রহের উচ্চতা ৪৫ ফুট, ক্ষীরপাইয়ের ‘বড়মা’-এর পুজোয় ঢল নামে অগণিত ভক্তের
আগামী ১৯ অক্টোবর উদ্বোধন হতে চলেছে এই পুজোর মণ্ডপ। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে উদ্যোক্তারা রাখছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লাগানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা, থাকবেন স্বেচ্ছাসেবকরাও। ক্লাবের সদস্য রঞ্জন রায় বলেন, “প্রতিবছরই আমরা কিছু নতুন ভাবি। এবছর রামলালার বেশে মা কাল ভৈরবীর রূপ শহরবাসীর নজর কাড়বেই। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সামাজিক উদ্যোগ— সবেতেই থাকছে বিশেষত্ব।”
ডাবগ্রামের নিউ বয়েজ ক্লাবের এবারের এই উদ্যোগ শুধু পুজোর আয়োজন নয়, একদিকে যেমন শিল্পের নতুন প্রকাশ, তেমনই সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। ৩৫ ফুট উচ্চতার মা কাল ভৈরবীর রূপে রামলালার ভাবনা যেন ভক্তির সঙ্গে মানবতার সেতুবন্ধন ঘটাচ্ছে। শহরজুড়ে আলো, সঙ্গীত আর ভক্তির আবহে তাই শিলিগুড়ির পুজো মানচিত্রে এবার এক অনন্য সংযোজন হতে চলেছে এই মণ্ডপ।