ফের চালু জঙ্গল সাফারি! শিলিগুড়ি থেকে গয়াবাড়ি। মাঝে জঙ্গল ও চা বাগানের আমেজ। নয়া পরিষেবা চালু টয়ট্রেনের। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেল (DHR)। জানা গিয়েছে, প্রতি শনি এবং রবিবার এই টয়ট্রেনের মজা নিতে পারবেন পর্যটকরা। পাশাপাশি সরকারি ছুটির দিনে পাওয়া যাবে এই বিশেষ টয়ট্রেন পরিষেবা। ফলে পাহাড়ে ঘুরতে গিয়ে দিনভর চুটিয়ে আনন্দ করার সুযোগ পাবেন পর্যটকরা। আনন্দ নিতে পারবেন জঙ্গল ও চা বাগানের। পাহাড়ি আকাবাঁকা পথ ধরে ছুটবে টয় ট্রেন।
Last Updated: Jan 11, 2026, 21:05 IST


