প্রসঙ্গত, ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ জয়ী প্রশান্ত তামাং প্রয়াত৷ মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হল সঙ্গীতশিল্পী-অভিনেতার৷ ১১ জানুয়ারি, রবিবার, ২০২৬ সালে নয়াদিল্লির বাড়িতে মারা যান প্রশান্ত। তামাংকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে, যদিও সরকারিভাবে এখনও মৃত্যুর কারণ জানানো হয়নি৷
advertisement
জানা গিয়েছে প্রশান্ত সম্প্রতি অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফর্ম্যান্সের পর দিল্লিতে ফিরে এসেছিলেন৷ তবে সেসময় তাঁর কোনও শারীরিক সমস্যার কথা জানা যায়নি।
কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন প্রশান্ত তামাং৷ এরপর গানের জগতে পা দেন৷ দক্ষিণ এশিয়া জুড়ে ঘরে ঘরে পরিচিতি লাভ করা, তামাং-এর যাত্রা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল।
সম্প্রতি ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজনে ড্যানিয়েল লেচোর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য তিনি প্রশংসা অর্জন করেছিলেন৷ যেখানে ‘বীর গোর্খালি’ এবং ‘আসারে মাহিনামা’-এর মতো গানগুলি সাংস্কৃতিক সঙ্গীত হিসেবে প্রতিধ্বনিত হয়েছে।
২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের সিজন ৩-এ অংশগ্রহণ করেছিলেন প্রশান্ত। গানের প্রতি অগাধ ভালবাাসাই প্রতিযোগিতায় এগিয়ে দেয় তাঁকে। সকলকে টেক্কা দিয়ে বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়।
