TRENDING:

Jalpaiguri News: লোকাল ১৮ -এর খবরের জের, রাতে শুয়ে তারা গোনার দিন শেষ শান্তি মণ্ডলের

Last Updated:

ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ শান্তি মন্ডলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ! অসহায় শান্তি মন্ডলের স্বপ্নপূরণ, রাজ্য আবাস যোজনায় অবশেষে মিলছে পাকাবাড়ি। রাস্তার পাশ থেকে শাক কুড়িয়ে বিক্রি করেই দিন কাটত জলপাইগুড়ির সানুপাড়ার বাসিন্দা শান্তি মন্ডলের। একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনওরকমে জীবন চালান তিনি। রাতে শুয়ে থাকলে আকাশের তারা গুনতেন, বর্ষায় ঘরের এক কোণে কোনোরকমে ঠাঁই নিতেন, কারণ ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ত বৃষ্টি। সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম ছিল না, কারণ নথিপত্র জোগাড় করাও ছিল তার কাছে অসম্ভব।
advertisement

তবে তার অসহায় অবস্থার কথা এলাকাবাসীরা চুপচাপ মেনে নেননি। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্যরা একাধিকবার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের কাছে আবেদন করেন, যাতে শান্তি মন্ডল আবাস যোজনার সুবিধা পান। বিষয়টি গুরুত্ব দিয়ে বিডিও নিজে শান্তিদেবীর বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে, রাজ্য আবাস যোজনার তালিকায় উঠে এসেছে শান্তি মন্ডলের নাম। শুধু তাই নয়, তার রেশন কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথি সংশোধনের ব্যবস্থাও করেছেন বিডিও মিহির কর্মকার।

advertisement

আরও পড়ুন: ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! গরুমারা, চাপড়ামারি যাবেন ভাবছেন! এই খবর না জেনে গেলেই ঘুরে আসতে হবে ফাঁকা হাতে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তার ঘর তৈরির কাজ। প্রশাসনের এমন ভূমিকার জন্য খুশি স্থানীয় মানুষও। শান্তি মন্ডল বলেন, “এতদিন ছেলেকে নিয়ে কত কষ্ট করেছি, এবার হয়ত মাথার ওপর একটা নিরাপদ ছাদ পাব।” স্থানীয় বাসিন্দারা বলছেন, “লোকাল ১৮ প্রথম তার বিষয়ে খবর করেছিল, এরপরই প্রশাসন এগিয়ে আসে।” এখন সকলের একটাই আশা—শান্তি মন্ডলের নতুন ঘর যেন দ্রুত তৈরি হয়ে যায়, যাতে আর কষ্টে দিন কাটাতে না হয় তাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ ডাক্তার হয়েছিলেন 'কোটিপতি' ব্যবসায়ী, আজও সোনামুখীতে রয়েছে বাড়ি! অনেকে জানেন না
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: লোকাল ১৮ -এর খবরের জের, রাতে শুয়ে তারা গোনার দিন শেষ শান্তি মণ্ডলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল