২০২২ সালের গণনায় জলদাপাড়া গন্ডারের সংখ্যা ছিল ২৯২ টি। গত প্রায় তিন বছরে ৩৯ টি গন্ডার বেড়েছে। ২০১৯ সালের ছিল ২৩৭টি। জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ান জানান, ” গন্ডারের সংখ্যা চার থেকে ছয় শতাংশ হারে বৃদ্ধি পায়। এ বারে ৪.২৭ শতাংশ বেড়েছে।”
আরও পড়ুন: ভাঙা ঘরে চাঁদের আলো! চালচুলোহীন চা শ্রমিকের ঘরের ছেলেই আজ সবার গর্ব! জায়গা করে নিল রাজ্যের দলে
advertisement
এবারে গন্ডার গণনা হয়েছিল জলদাপাড়ার পাঁচটি রেঞ্জে, কোন রেঞ্জে কত গন্ডার পাওয়া গিয়েছে তার হিসেব দেওয়া হয়েছে। চিলাপাতা রেঞ্জে ৪০টি, জলদাপাড়া পূর্ব রেঞ্জের সবচেয়ে বেশি ১৪৩ টি, নর্থ রেঞ্জের ৬৩ টি,পশ্চিম রেঞ্জে ৫৫ টি এবং কোদাল বস্তি রেঞ্জে ৩৩ টি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলদাপাড়ায় ১৯৮৫ সালে গন্ডারের সংখ্যা দাঁড়িয়ে ছিল মাত্র ১৪ টিতে। সেই সংখ্যা এবারে এসে দাঁড়াল ৩৩১টি। তবে যেভাবে সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজও রয়েছে। কারণ সংখ্যা বাড়লেও জলদাপাড়া তৃণভূমির পরিমাণ এতটুকুও বাড়েনি, জলদাপাড়ার আয়তনের মোট পরিমাণ মাত্র ৪০ শতাংশ রয়েছে তৃণভূমি যার ওপর নির্ভরশীল এতগুলি গন্ডার।
Annanya Dey





