TRENDING:

Alipurduar News: চরম ভোগান্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে! বিকল একের পর এক বিকল ডায়ালাইসিস মেশিন

Last Updated:

আলিপুরদুয়ার  জেলা হাসপাতালে বিকল বিকল ডায়ালাইসিস তিনটি মেশিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিকল ডায়ালাইসিস-এর তিনটি মেশিন, সমস্যায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। জেলার বিভিন্ন প্রান্তের কিডনি রোগে আক্রান্ত রোগীদের সুবিধার্থে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঁচটি ডায়ালাইসিস মেশিন বসানো হয়। সেই মেশিনগুলির মাধ্যমে প্রতিদিন প্রায় ২৫ জন রোগীকে চার ঘণ্টা করে ডায়ালাইসিস পরিষেবা দেওয়া হত।
advertisement

একটি মেশিন দীর্ঘদিন আগেই বিকল হয়ে যায়। এরপর বাকি চারটি মেশিনের ওপরে নির্ভর ছিল আলিপুরদুয়ার জেলা হাসপতালের ডায়ালাইসিস পরিষেবা। এরমধ্যে গত ১৫ দিন আগে একটি ও তিনদিন আরও একটি মেশিন খারাপ হয়ে যায়। ফলে সমস্যায় রয়েছেন জেলা হাসপাতালে চিকিৎসারত রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে কোনক্রমে রোগীদের চার ঘণ্টার বদলে দুঘণ্টা করে ডায়ালাইসিস পরিষেবা দেওয়া হচ্ছে। তাতেই সমস্যায় আলিপুরদুয়ার জেলা হাসপতালের প্রচুর রোগী। অবিলম্বে জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবার উন্নত ব্যবস্থার দাবি করছেন রোগীর পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুন: মাধ‍্যমিকের দ্বিতীয় দিনেই বড় অঘটন! আতঙ্কে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপতালের সুপার পরিতোষ মন্ডল জানান, “জেলা হাসপাতালে একাধিক ডায়ালাইসিস মেশিন খারাপ রয়েছে। ফলে রোগী পরিষেবা এক প্রকার ব্যাহত হচ্ছে। ঘটনা জানার পরই রোগীদের সমস্যার কথা ভেবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি দ্রুত ফের জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা পাবেন রোগীরা। জেলা হাসপতালের জন্য আরও ১০ টি মেশিনের আবেদন করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ ভরিও এখানে তুচ্ছ! কেজি কেজি সোনায় সাজছে কৃষ্ণনগরের 'বুড়িমা', দেখুন ভিডিও
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: চরম ভোগান্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে! বিকল একের পর এক বিকল ডায়ালাইসিস মেশিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল