একটি মেশিন দীর্ঘদিন আগেই বিকল হয়ে যায়। এরপর বাকি চারটি মেশিনের ওপরে নির্ভর ছিল আলিপুরদুয়ার জেলা হাসপতালের ডায়ালাইসিস পরিষেবা। এরমধ্যে গত ১৫ দিন আগে একটি ও তিনদিন আরও একটি মেশিন খারাপ হয়ে যায়। ফলে সমস্যায় রয়েছেন জেলা হাসপাতালে চিকিৎসারত রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে কোনক্রমে রোগীদের চার ঘণ্টার বদলে দুঘণ্টা করে ডায়ালাইসিস পরিষেবা দেওয়া হচ্ছে। তাতেই সমস্যায় আলিপুরদুয়ার জেলা হাসপতালের প্রচুর রোগী। অবিলম্বে জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবার উন্নত ব্যবস্থার দাবি করছেন রোগীর পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের দ্বিতীয় দিনেই বড় অঘটন! আতঙ্কে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপতালের সুপার পরিতোষ মন্ডল জানান, “জেলা হাসপাতালে একাধিক ডায়ালাইসিস মেশিন খারাপ রয়েছে। ফলে রোগী পরিষেবা এক প্রকার ব্যাহত হচ্ছে। ঘটনা জানার পরই রোগীদের সমস্যার কথা ভেবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি দ্রুত ফের জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা পাবেন রোগীরা। জেলা হাসপতালের জন্য আরও ১০ টি মেশিনের আবেদন করা হয়েছে।”
Annanya Dey





