Madhyamik Exam 2025: মাধ্যমিকের দ্বিতীয় দিনেই বড় অঘটন! আতঙ্কে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
WBBSE Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন সকালবেলায় চুয়াপাড়ায় আতঙ্ক
আলিপুরদুয়ার: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন সকালবেলায় চুয়াপাড়ায় খাঁচাবন্দি একটি লেপার্ড। এলাকায় থাকতে পারে আরও লেপার্ড বলে আতঙ্কে পরীক্ষার্থী ও অভিভাবকরা। ফের চা বাগান এলাকা থেকে খাঁচাবন্দী হল লেপার্ড। এদিন সকালে ডুয়ার্সের কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের ২৮ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি লেপার্ড। ঘটনাস্থলে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দি লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল। সম্প্রতি চা বাগানে গরু চরাতে গিয়ে লেপার্ডের আক্রমণে জখম হয় এলাকার এক যুবক। লেপার্ডের সঙ্গে যুদ্ধ করে সে প্রাণে বেঁচে যায়। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদের মনেও চাপা আতঙ্ক লক্ষ্য করা গিয়েছিল। এলাকার নিস্তব্ধতায় যখন শোনা যেত, ঝোপঝাড় থেকে আসা কিছু অচেনা শব্দ তখন ভয় আরও চেপে বসত এলাকাবাসীদের মনে। চুয়াপাড়াতে রয়েছে একটি স্কুল এখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র নেই। তবে এই স্কুলের ২০ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমি স্কুলে। এই বাগানের রাস্তা ধরেই তারা যাতায়াত করে। এলাকায় আরও লেপার্ডের কথা শুনে আতঙ্কিত তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে বনকর্মীরা এলাকায় টহল দেন, আর্জি এলাকাবাসীদের। যদিও বন দফতরের গাড়ি এসে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যাবে বলে জানা গিয়েছে। এদিন বাগানে খাঁচাবন্দি লেপার্ডকে দেখে বন দফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে। সেটিকে পরবর্তীতে জঙ্গলে ছাড়া হবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 1:10 PM IST
