মূলত মাটির বাটি, মাটির চাকা এবং বাঁশের কাঠির দিয়ে বানানো হয়ে থাকে এই খেলনা। এর নাম টম টম গাড়ি হওয়ার পেছনে রয়েছে এই খেলনার বৈশিষ্ট্য। আজও বাচ্চাদের নিত্যনতুন আধুনিক খেলনাকে সহজেই টেক্কা দেয় এই টমটম খেলনা গাড়ি। রাস মেলায় আসা দুই টমটম গাড়ি প্রস্তুতকারী মহম্মদ সামাদ এবং মহম্মদ খুশি জানান,”কোচবিহারের রাস মেলায় ছোটদের জন্য তৈরি এই খেলনা খুব পছন্দের সকলের। এই খেলনায় দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি।”
advertisement
আরও পড়ুন: শুধু গ্রিন টি খেলেই হবে না! সঙ্গে মেশান এক চিমটে এই গুঁড়ো, কয়েকদিনেই ঝরবে মেদ
আরও এক টমটম গাড়ি বিক্রেতা মহম্মদ আজমল জানান, “এই মেলায় আসার সূচনা হয়েছিল তাঁদের পূর্বপুরুষদের থেকে। বংশ পরম্পরায় আজও বিহার থেকে প্রতিবছর তাঁরা এই টমটম গাড়ি নিয়ে আসেন রাস মেলায়। এই টমটম গাড়ির বর্তমান দাম রয়েছে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত।” কোচবিহারের বাসিন্দা রাজু কুন্ডু জানান, “প্রতিবছর বাচ্চাদের জন্য এই গাড়ি কেনেন তিনি। রাস মেলা ছাড়া এই খেলনা পাওয়া যায় না। দাম একদম সামান্য। তাই সবার খুব একটা আপত্তি থাকে না এই খেলনা কেনার ক্ষেত্রে।”
আরও পড়ুন: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি! ট্রাকের ধাক্কা, আহত ৩ পুলিশকর্মী এবং ৩ সিভিক
রাস মেলার সময় ছোটবেলার স্মৃতিচারণ করতে অনেকেই কিনে থাকেন এই টমটম গাড়ি। আজও এই খেলনা টমটম গাড়ি হাতে নিলেই যেন মুহূর্তে শৈশবের দিনের কথা মনে পড়ে যায়। আধুনিকতার যুগে একাধিক নিত্যনতুন ধরনের খেলনা এসেছে বাজারে। তবুও প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি বাচ্চাদের এই খেলনার কদর কিন্তু কমেনি বিন্দুমাত্র। স্বল্প দামের এই খেলনা যেন রাস মেলার এক আলাদা নস্টালজিয়া তৈরি করে।
Sarthak Pandit





